GB WhatsApp ব্যবহার করছেন? কতটা ঝুঁকিপূর্ণ জানেন? ব্যান হতে পারে আপনার অ্যাকাউন্ট... https://ift.tt/3jt4aRy - MAS News bengali

GB WhatsApp ব্যবহার করছেন? কতটা ঝুঁকিপূর্ণ জানেন? ব্যান হতে পারে আপনার অ্যাকাউন্ট... https://ift.tt/3jt4aRy

এই সময় ডিজিটাল ডেস্ক: গ্রাহক সংখ্যার বিচারে WhatsApp-এর থেকে অনেকটাই পিছিয়ে প্রতিযোগীরা। প্রায় সব স্মার্টফোনেই এই মেসেজিং অ্যাপ ইনস্টলড থাকে। কিন্তু বাকি সব অ্যাপের মতোই WhatsApp-এর মধ্যেও রয়েছে গুচ্ছের সমস্যা। WhatsApp-এ এমন অনেক ফিচার নেই, যেগুলি ইদানিং কালের প্রায় সব জনপ্রিয় মেসেজিং সার্ভিসেই রয়েছে। দীর্ঘদিন ধরে গ্রাহকেরা আবেদন জানানোর পরও, সেই সব ফিচার এখনও পর্যন্ত যুক্ত হয়নি WhatsApp-এ। আর সেখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে GB WhatsApp-এর মতো মডিফায়েড ভার্সনের। আসল WhatsApp ব্যবহার না করে, অনেকেই এই মডিফায়েড ভার্সন ব্যবহার করেন। বিগত কয়েক দিন ধরে জিবি নিয়ে একাধিক নতুন তথ্যও প্রকাশ্যে এসেছে। হোয়াটসঅ্যাপের এই মডিফায়েড ভার্সনে এমন অনেক ফিচারই ব্যবহার করা যায়, যা সাধারণ WhatsApp অ্যাপে থাকে না। এখন প্রশ্ন হচ্ছে কী এই GB WhatsApp, আপনার জন্য কি আদৌ তা সুরক্ষিত? এমনই নানান প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। GB WhatsApp কী? GB WhatsApp আসলে WhatsApp-এর একটি মডিফায়েড ভার্সন। এই অ্যাপ আপনি Play Store-এ পাবেন না। APK ডাউনলোড করে GB WhatsApp ইনস্টল করতে পারবেন Android গ্রাহকরা। থার্ড পার্টি ডেভেলপাররা এই অ্যাপ তৈরি করেছেন। তাই, আসল WhatsApp অ্যাপের সঙ্গে এই অ্যাপের কোনও যোগসাজশ নেই। তবে মনে রাখতে হবে, এই GB WhatsApp কিন্তু WhatsApp-এর কোনও নকল অ্যাপ নয়। এটি সম্পূর্ণ আলাদা একটি অ্যাপ। WhatsApp অ্যাপে পাওয়া যাবে না এমন সব ফিচার ব্যবহারের জন্যই অনেকে নিজের ফোনে GB WhatsApp ইনস্টল করে থাকেন। GB WhatsApp-এর মাধ্যমে একই ডিভাইসে একাধিক WhatsApp অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করা যাবে। এছাড়াও, মেসেজ টিক হাইড, অটো রিপ্লাই, লম্বা ভিডিয়ো স্টেটাস ইত্যাদি ফিচার রয়েছে, এই মডিফায়েড ভার্সনে। আরও পড়ুন: WhatsApp-এর সতর্কতা - অনেকেই GB WhatsApp-এর মতো মডিফায়েড অ্যাপ ব্যবহার করলেও, WhatsApp এই ধরনের অ্যাপ ব্যবহার থেকে ইউজারদের বারবারই সতর্ক করেছে। 2019 সালে GB WhatsApp ব্যবহারের জন্য সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্লক শুরু করেছিল WhatsApp। প্রথমে সাময়িক ভাবে নিষিদ্ধ করলেও WhatsApp-এর তরফে সেই সময় জানানো হয়েছিল, আসল অ্যাপে ফিরে না গেলে পাকাপাকিভাবে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট। পাশাপাশিই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে আরও জানানো হয়েছিল যে, এই ধরনের মডিফায়েড অ্যাপ ব্যবহার আসলে WhatsApp ব্যবহারের শর্তাবলী লঙ্ঘন করে। এছাড়াও, GB WhatsApp-এর মতো অ্যাপ ব্যবহার করলে নিজের ডিজিটাল সুরক্ষার সঙ্গে আপোস করা হবে, বলেও জানিয়েছিল মার্কিন মেসেজিং অ্যাপটি। আরও পড়ুন: GB WhatsApp ব্যবহারের ঝুঁকি - GB WhatsApp ব্যবহার করলে কোনও মেসেজ এনক্রিপ্টেড থাকে না। তাই, যে কেউ আপনার পাঠানো মেসেজ পড়ে নিতে পারবে। অন্যদিকে, WhatsApp অফিসিয়াল অ্যাপের সব মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপটেড। অনেক GB WhatsApp গ্রাহক অতীতে সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়েছেন। এছাড়াও, GB WhatsApp-এর নামে ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ম্যালওয়্যার। সেই সব APK ফোনে ইনস্টল করলে বিপদ বাড়বে। আর এই কারণেই সব গ্রাহককে অফিশিয়াল অ্যাপ ব্যবহারের আবেদন করে WhatsApp। এই GB WhatsApp ব্যবহার করলে চিরকালের জন্য আপনার WhatsApp অ্যাকাউন্ট ব্যান হতে পারে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3A6Qu4x
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads