ফের বাড়ল সংক্রমণ, স্বস্তি দিচ্ছে নিম্নমুখী Active Case-এর সংখ্যা https://ift.tt/3jvW2Q2 - MAS News bengali

ফের বাড়ল সংক্রমণ, স্বস্তি দিচ্ছে নিম্নমুখী Active Case-এর সংখ্যা https://ift.tt/3jvW2Q2

এই সময় ডিজিটাল ডেস্ক: একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। ক্রমশই কমছে দৈনিক সংক্রমণের পরিমাণ। বাড়ছে সুস্থতার হার। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফলে ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। যদিও মঙ্গলবারের তুলনয়া বেশ কিছুটা বৃদ্ধি পেল দৈনিক সংক্রমণ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এদিকে, এই মুহূর্তে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৪-তে। সুস্থতার হার আরও খানিকটা বেড়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ। গতদিনের কোভিড বুলেটিন আশার আলো জাগিয়েছিল। একধাক্কায় সংক্রমণ নেমেছিল ৪০ হাজারের নিচে। কিন্তু, ফের একবার এই মারণ ভাইরাসের দাপটে বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী কোভিড আক্রান্তের সংখ্যা। ২২ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমল দৈনিক মৃত্যু। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ৮৪৮। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জন। এদিকে, দেশে এবার আসতে চলেছে সিঙ্গল ডোজ (Single Dose) ভ্যাকসিন। Johnson & Johnson -এর এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনের নাম রাখা হয়েছে Janssen। যার জন্য কোনও ট্রায়ালেরও প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন এই সংস্থা। জানা গিয়েছে, DCGI-এর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই আমেরিকায় এই টিকার ট্রায়াল হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য টিকা ভারতে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে মার্কিন প্রদেশ। ফলে ব্যবহারের ছাড়পত্রের পর নতুন করে আর ট্রায়ালের প্রয়োজন নেই বলেই জানিয়েছে সংস্থা। পাশাপাশি, কোভ্যাক্সিন, কোভিশিল্ডের পাশাপাশি দেশে এবার আরও এক ভ্যাকসিন ব্যবহার করা হতে পারে। ভ্যাকসিনকে ( covid-19 vaccine) ছাড়পত্র দিল দ্য ড্রাগ কন্ট্রোনাল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। জরুরি ভিত্তিতে মডার্না ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে , সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। ১৮ বছর বয়সী ঊর্ধ্বেদের ব্যবহারের ক্ষেত্রে এই টিকা কাজে লাগানো হতে পারে। ভারতে টিকা আনতে অনুমতি চেয়েছে মডার্না। সিপলার মাধ্যমে টিকা আনতে অনুমতি চায় মডার্না। রিফ্রেশ করতে থাকুন...


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jG0rQL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads