Vi নিয়ে এল 99 টাকা ও 109 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান, একই খরচে Jio, Airtel-এর কেমন অফার? https://ift.tt/3hiqdHU - MAS News bengali

Vi নিয়ে এল 99 টাকা ও 109 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান, একই খরচে Jio, Airtel-এর কেমন অফার? https://ift.tt/3hiqdHU

এই সময় ডিজিটাল ডেস্ক: টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা থামার নাম নেই! নিত্যদিন নিত্যনতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান বাজারে নিয়ে আসছে টেলিকম সংস্থাগুলি। এবার 100 টাকার আশপাশে আরও দুটি নতুন প্রিপেইড প্ল্যান নিয়ে এল Vi বা Vodafone Idea। দুটি প্ল্যানেই প্রায় একই ধরনের সুবিধা পাবেন গ্রাহকরা। কী কী সুবিধা মিলবে, জেনে নিন। Vi 99 টাকা ও 109 টাকা প্রিপেইড রিচার্জ প্ল্যান - Vi বা ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্রিপেইড প্ল্যানে পাবেন ট্রু আনলিমিটেড ভয়েস কল। অর্থাৎ, দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কলিং। এই রিচার্জ প্যাকে গ্রাহকেরা 1GB ডেটা পেয়ে যাবেন। প্ল্যানটির ভ্যালিডিটি 18 দিন। তবে, 99 টাকা প্ল্যানের সঙ্গে কোনও বিনামূল্যে SMS-এর সুবিধা দিচ্ছে না Vi। এখন যাঁরা 100 টাকার কম দামে আনলিমিটেড কলের প্ল্যান খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে এই প্রিপেইড রিচার্জ প্ল্যান। অন্যদিকে আবার বা Vi-এর 109 টাকা রিচার্জ প্ল্যানেও মিলবে 1GB ডেটা। সঙ্গে থাকছে ট্রু আনলিমিটেড ভয়েস কল। অর্থাৎ, যে কোনও নেটওয়ার্কে ফ্রি-তেই কলিংয়ের পরিষেবা পাওয়া যাবে। তবে, এই প্ল্যানেও কোনও SMS অফার করছে না ভোডাফোন আইডিয়া। Vi-এর এই 109 টাকার রিচার্জ প্ল্যানটি 20 দিনের জন্য বৈধ থাকবে। ইতিমধ্যেই, Vi ওয়েবসাইটে নতুন প্ল্যানগুলি লাইভ হয়ে গিয়েছে। Airtel ও Jio-র এমনতর প্ল্যানে কী কী অফার রয়েছে? আরও পড়ুন: Jio 98 টাকা প্রিপেইড প্ল্যান - Reliance Jio-র ঝুলিতে রয়েছে 98 টাকা একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। এই প্রিপেইড প্যাকে প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয় গ্রাহকদের। যদিও, দৈনিক ডেটার সীমা শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয়ে যায়। এছাড়াও, এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল অফারও রয়েছে। তবে, 98 টাকা প্রিপেইড রিচার্জে Jio গ্রাহকরা সব মিলিয়ে মোট 14 দিন ভ্যালিডিটি পাবেন। আরও পড়ুন: Airtel 129 টাকা প্রিপেইড প্ল্যান - Airtel-এর 129 টাকা রিচার্জ প্ল্যানে 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকদের সব মিলিয়ে মোট 1GB ডেটা অফার করা হয়। পাশাপাশিই আবার পাওয়া যাবে 300 SMS ও আনলিমিটেড কলিং। এই প্ল্যানের সঙ্গে Amazon Prime Video-র 30 দিন ট্রায়াল বিনামূল্যে ব্যবহারের করতে পারবেন ইউজারেরা। এছাড়াও, Hellotunes, Wynk Music ও Airtel Xstream সাবস্ক্রিপশন - এই সব কিছুই ফ্রি-তে অফার করা হয় গ্রাহকদের।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jsPBx6
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads