Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3y1Llce
আসানসোলে বড় ধস BJP-তে https://ift.tt/3y0X5eK
এই সময়, আসানসোল: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এখনও দু'মাস হয়নি, আসানসোল শিল্পাঞ্চলে BJP-তে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল। রবিবার আসানসোলের রবীন্দ্র ভবনে বেশ বড় সংখ্যায় কর্মী সমেত একঝাঁক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন। BJP ছেড়ে আসা নেতাদের মধ্যে রয়েছেন BJPর জেলা সম্পাদক মদনমোহন চৌবে, BJPর পশ্চিম বর্ধমান জেলা বুদ্ধিজীবী সেলের কনভেনার তথা আরএসএসের 'সম্পর্ক প্রমুখ' দেবাশিস সরকার এবং দলের কয়েক জন মণ্ডল সভাপতি। তাঁদের মধ্যে মদনমোহন চৌবে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মলয় ঘটকের বিরুদ্ধে আসানসোল উত্তর কেন্দ্রে BJP প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ঘটনাচক্রে, এ দিন মদনমোহন চৌবেদের যোগদান-পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। পদ্ম ছেড়ে ঘাসফুলে এই যোগদানের পরেই জেলা BJP নেতৃত্বের একাংশের তরফে দলত্যাগী নেতাদের দলের বোঝা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে আসানসোলের BJP সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র মত এ ক্ষেত্রে অন্য রকম। তাঁর কথায়, 'যাঁরা দল ছেড়ে চলে গেলেন, তাঁদের আমি কখনও অকর্মণ্য ও অপদার্থ বলে মনে করি না। তাঁদের রুচি ও বিবেক অনুযায়ী যেটা সঠিক বলে মনে হয়েছে, সেটাই করেছেন।' এ দিনের যোগদান-পর্বে মলয় ঘটক ছাড়াও তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন আসানসোলের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, আসানসোল উত্তরে দলের ব্লক সভাপতি গুরুদাস চট্টোপাধ্যায়। BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মদনমোহন চৌবে বলেন, 'গত ২৮ বছর ধরে BJP করেছি। কিন্তু এখনকার মতো দলের এতটা খারাপ অবস্থা কোনও দিন ছিল না। এমন সব প্রার্থী দাঁড় করানো হলো, যাঁদের মানুষ মেনে নেননি।' সেই সঙ্গে তাঁর সংযোজন, 'আসানসোলের সাংসদের দেখা পাওয়া যায় না। পেট্রোপণ্য সমেত সব জিনিসের আকাশছোঁয়া দাম। তাই, আর থাকতে পারলাম না। দমবন্ধ হয়ে আসছিল। গত এক মাস ধরে দলের কোনও সভায় আমাকে ডাকাও হয়নি।' বাবুল সুপ্রিয়র বক্তব্য, 'যাঁরা BJP-তে আছেন, তাঁদের নিয়েই আমরা এগোব।' রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক বলেন, 'রবিবার যাঁরা BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, তাঁরা কিন্তু কেউ BJP-তে নতুন নন, সবাই পুরোনো।' এর পরই গেরুয়া শিবিরের উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মলয় বলেন, 'আগামী দিনে আসানসোলে BJP পার্টি অফিসে বসা তো দূরের কথা, পার্টি অফিসের দরজার তালা খোলার লোকও থাকবে না!' জেলার বেশ কয়েক জন নেতার দলবদলে স্বভাবতই বিড়ম্বনায় পদ্ম শিবির। BJPর জেলা আহ্বায়ক শিবরাম বর্মন বলেন, 'মদনমোহন চৌবে অবশ্যই দলের পুরোনো কর্মী। কেন তিনি দল ছাড়লেন, সেটা উনিই বলতে পারবেন। আমি কী করে বলব?' BJP নেতৃত্বের একাংশের এখন এটাও দাবি যে, মদনমোহন চৌবে বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে তৃণমূলে যোগদান-পর্বের কিছুক্ষণের মধ্যেই এ দিন সাংবাদিক সম্মেলন করে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা BJPর রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন, 'দলবদল করেছেন বলে যাঁদের কথা বলা হচ্ছে, সেই তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাঁরা BJP-তেই রয়েছেন। তালিকায় নাম থাকা মুন্নি সিং যেমন আমার সঙ্গে এখানেই রয়েছেন।' মুন্নি সিংয়ের বক্তব্য, 'আমি জানিই না যে, তৃণমূলের তালিকায় আমার নাম রয়েছে।' BJPর পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই বলেন, 'ওই তালিকায় আমাদের জেলা কমিটির সদস্য বাদশা চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। অথচ বাদশা আমাকে জানিয়েছেন, তিনি বাড়িতেই রয়েছেন।' পরে বাদশা বলেন, 'আমি BJP-তে ছিলাম, আছি, থাকব।' দলত্যাগীদের নামের তালিকা নিয়ে এই বিভ্রান্তি কেন? আসানসোল উত্তর এলাকায় তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা অভিজিৎ ঘটক বলেন, 'BJP ছেড়ে রবিবার হাজার হাজার নেতা-কর্মী আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে দু'-এক জন যদি বলেন যে যাইনি, তা হলে সেটা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে তার চেয়েও বড় কথা, জেলা BJPর দু'-এক জন বড় নেতা-সহ আরও বেশ কয়েক জন নেতা-কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3y1Llce
Previous article
Next article
Leave Comments
Post a Comment