Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3s0KdC4
Mi 11 Ultra ছাড়াও 23 এপ্রিল ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi https://ift.tt/39ZLtz0
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে 23 এপ্রিল তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করছে, যা নিয়ে এই মুহূর্তে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। তবে, এই একটি ফোনই নয়। 23 এপ্রিল একাধিক স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi। আর তা পরিষ্কার করে দিয়েছেন খোদ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। -এ রয়েছে মোট পাঁচটি হ্যান্ডসেট। আর সেই পাঁচটি ডিভাইস হল যথাক্রমে Mi 11, Mi 11 Pro, Mi 11 Ultra, Mi 11i এবং Mi 11 Lite। এদের মধ্যে ভারতে 23 এপ্রিল Mi 11 Ultra নিশ্চিত ভাবেই লঞ্চ করছে। এখন এই বাকি চারটি ফোনও সে দিন লঞ্চ করবে কী না, তা এখনও পর্যন্ত কোম্পানির তরফে জানানো হয়নি। মনু জৈন সম্প্রতি একটি টুইট করেছেন। সেই টুইটে Qualcomm Snapdragon 888 প্রসেসরের বিষয়টি হাইলাইট করেছেন, যা রয়েছে Mi 11 Ultra স্মার্টফোনে। সেই সঙ্গে তিনি টুইটে এ-ও লিখেছেন, 'শুধু একটাই নয়, আরও Mi Phones আসছে'। তাঁর এই টুইটের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, 23 এপ্রিল Mi 11 Series-এর বাকি চারটি ফোনও ভারতে লঞ্চ করতে পারে। এই সিরিজের Mi 11 Ultra, Mi 11, Mi 11 Pro এবং Mi 11i এই চারটি মডেলে Qualcomm Snapdragon 888 চিপসেট দেওয়া হয়েছে। এই Mi 11 Ultra ফোনটি অত্যন্ত আকর্ষণীয় একটি ডিভাইস। কারণ, এই হ্যান্ডসেটে দুটি ডিসপ্লে রয়েছে। একটি ফোনের সামনে এবং অপরটি ফোনের পিছনে ক্যামেরার সঙ্গে। রিয়ার ক্যামেরা প্যানেলে এই স্ক্রিন কাজ করে ভিউফাইন্ডার হিসেবে। পাশাপাশিই এই সেকেন্ডারি ডিসপ্লেতে কল নোটিফিকেশনস, সময়, ব্যাটারি লেভেল-সহ আরও একাধিক জরুরি বিষয় দেখে নেওয়া যেতে পারে। র পিছনে যে ডিসপ্লে রয়েছে, তা আসলে 1.1 ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনের সামনে একটি 6.81 ইঞ্চির Samsung E4 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট 120Hz এবং সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে একটি Corning Gorilla Glass Victus প্রটোকেশন দেওয়া হয়েছে। Mi 11 Ultra স্মার্টফোনের মোট তিনটি RAM ভ্যারিয়্যান্টস রয়েছে। সেগুলি হল 8GB, 12GB ও 16GB এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে 256GB। ফোনটিতে একটি অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং এবং 67W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3s0KdC4
Previous article
Next article

Leave Comments
Post a Comment