পায়েলের উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর https://ift.tt/3fZtMDS - MAS News bengali

পায়েলের উপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর https://ift.tt/3fZtMDS

এই সময় ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফার ভোট ঘিরে উত্তেজনা ছড়াল বেহালা পূর্ব কেন্দ্রেও। BJP প্রার্থী পায়েল সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। হরিদেবপুরের হসপিটল মোড়ে পায়েলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। কে বা কারা হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে, তিনি অক্ষতই রয়েছেন। হামলার পর সংবাদমাধ্যমে পায়েল বলেন, 'কাচ ভাঙার আওয়াজ পেয়ে পিছনে তাকাই। তখন বুঝতে পারি যে কেউ হামলা চালিয়েছে। এরকম ঘটনা গতকাল থেকেই ঘটছে। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। তবে দেখিনি কারা বাইকে ছিল। আমরা অভিযোগ জানাব'। এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, 'পায়েল কোথায় ঘুরছে জানি না। পায়েলকে কেন মারছে জানি না। আমায় তো কেউ মারছে না। আমি তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না। মল্লিকপুরে কী হয়েছে জানা নেই।' উল্লেখ্য, ভোটের আগে কয়েকদিন আগে বেহালায় তুমুল উত্তেজনা ছড়ায়। বেহালা পূর্বের BJP প্রার্থী পায়েল সরকারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পায়েলকে ঘিরে 'খেলা হবে' স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। রত্নাকে ঘিরে পালটা বিক্ষোভ দেখান BJP কর্মী-সমর্থকরা। 'জয় শ্রীরাম' ধ্বনিও দেওয়া হয় এলাকায়। প্রসঙ্গত, এবার বেহালা পূর্বে টানটান লড়াই। তৃণমূলের হয়ে এই আসনে লড়ছেন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে, পদ্মপ্রতীকে লড়ছেন অভিনেত্রী পায়েল সরকার। দু'জনই প্রথমবার নির্বাচনে লড়ছেন। জেতার ব্যাপারে দু'পক্ষই আত্মবিশ্বাসী। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3t9oF7D
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads