Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3s6RSyS
'মমতাকে নজরবন্দি করা হোক, দেশদ্রোহীর মতো আচরণ', আক্রমণ ভারতীর https://ift.tt/2OA55Cq
এই সময় ডিজিটাল ডেস্ক: কোচবিহারের শীতলকুচির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন ডেবরার BJP প্রার্থী তথা একদা মমতা ঘনিষ্ঠ IPS ভারতী ঘোষ। শনিবার ভোট দিয়ে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে প্রাক্তন IPS বলেন, 'শীতলকুচিতে যেভাবে মানুষ মারা গিয়েছেন। যেভাবে রাজনৈতিক হিংসা চলছে। তৃণমূল দায়ী। মাননীয়া দায়ী। তিনি দেশদ্রোহীর মতো কথা বলছেন। তাঁকে নজরবন্দি করুক কমিশন।' মমতাকে দুষে ভারতী আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই এসব হচ্ছে। উস্কানি দেওয়ার জন্য উনি এক নম্বর। বিরোধী নেত্রী থাকাকালীনও গুন্ডামি করতেন। তাঁর ইতিহাস সবাই জানেন। ভোটের সময় অশান্তির বাতাবরণ তৈরি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা উচিত কমিশনের'। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলনেত্রীর মন্তব্য প্রসঙ্গে BJP নেত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনী দেশের সুরক্ষা দেয়। তিনি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখো। যার ফলে আজ জায়গায় জায়গায় হিংসা হচ্ছে। তরতাজা ছেলে প্রাণ হারাল। বাম আমলে ভোট দিতে দিত না আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশা করেছিল মানুষ। কিন্তু, সেই একই হিংসা ঘটছে। আরও বেশি হিংসা হচ্ছে। মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছেন। এটা কি লজ্জার নয়? মানুষ শান্তি চায়। পরিবর্তনের ঝড় এসেছে।' উল্লেখ্য, শনিবার ভোট শুরু হতেই শীতলকুচির পাঠানটুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৮ বছরের এক যুবকের। বেলা গড়াতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর উত্তেজনা ছড়ায় জোরপাটকি এলাকায়। ১২৬ নম্বর বুথের বাইরে এলোপাথারি গুলি চলার অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আরও তিনজনের। নির্বাচন কমিশন জানায় CAPF জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে তাঁদের। মৃতেরা প্রত্যেকেই তৃণমূলের সমর্থক বলে খবর। গোটা ঘটনায় রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৪ জনের মৃত্যু হয়েছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3s6RSyS
Previous article
Next article

Leave Comments
Post a Comment