করোনার দাপট, রাম নবমীতে বাতিল বাইক র‌্যালি https://ift.tt/3aoliT3 - MAS News bengali

করোনার দাপট, রাম নবমীতে বাতিল বাইক র‌্যালি https://ift.tt/3aoliT3

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় রেকর্ড সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল সংঘ পরিবার। মেদিনীপুরের শ্রী রাম নবমী সমারোহ সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছরের মতো রাম নবমীর দিন বাতিল ভোগ বিতরণ। এদিকে মেদিনীপুরে BJP-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর করোনা আবহে রাম নবমীর দিন হবে না বাইক র‌্যালি। কোনওভাবেই যাতে ভিড় থেকে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, সেই জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। ২১ এপ্রিল রাম নবমী। আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের উচ্ছ্বাস বড় কোনও বিপদ ডেকে আনবে না তো! কিন্তু পরিস্থিতির ভয়াবহতা বুঝে আগেভাগেই সতর্ক সংঘ পরিবার। শ্রী রাম নবমী সমারোহ সমিতির তরফে জানানো হয়, ২০ এপ্রিল মেদিনীপুরে রাম নবমী উপলক্ষ্যে বাইক র‌্যালির আয়োজন করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা বাতিল করা হয়েছে। এছাড়াও ২২ এপ্রিল ভোগ বিতরণ এবং ২৩ এপ্রিল শোভাযাত্রার কর্মসূচিও আপাতত বাতিল। রাম নবমীর দিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে পুজো সারার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে। BJP-র মেদিনীপুর জেলার সভাপতি সৌমেন তিওয়ারি জানান, রাম নবমী উপলক্ষ্যে জেলায় BJP-র যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। করোনা ঝড়ে বাংলার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। রোজই বেড়ে চলেছে সংক্রমণ। সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪২৬ জন। একদিনে রাজ্যে করোনার মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৩৫৩। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৩ হাজার ৪১৮। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেবন ৪ হাজার ৬০৮ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৯০.৪২ শতাংশ। কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। কলকাতায় মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৭৮০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ হাজার ৬১৭। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3akr4VN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads