WB Election 2021: পরিকল্পনামাফিক হামলা নয়! দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর দুই পর্যবেক্ষকের https://ift.tt/eA8V8J - MAS News bengali

WB Election 2021: পরিকল্পনামাফিক হামলা নয়! দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর দুই পর্যবেক্ষকের https://ift.tt/eA8V8J

<p>&nbsp;</p> <p>কলকাতা:&nbsp; নন্দীগ্রামের ঘটনায় দুর্ঘটনার তত্ত্বেই সিলমোহর দিলেন ২ পর্যবেক্ষক। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, শনিবার কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়েছে, নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।</p> <p>এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সৌগত রায় বলেছেন, আমরা সন্তুষ্ট নই, উচ্চপর্যায়ের তদন্ত চাই।</p> <p>অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বাস্তব সামনে এসেছে।</p> <p>এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপি উভয় দলই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।</p> <p>গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী মনোনয়ন দাখিলের পর ফিরে আসার পথে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের &nbsp;বিরুলিয়া বাজারে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে। যে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে।</p> <p>এই চাপানউতোরের আবহেই দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দিলেন ২ পর্যবেক্ষক। সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, শনিবার কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়েছে,নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।</p> <p>শুক্রবারই এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে প্রথম রিপোর্ট পাঠান মুখ্যসচিব। সূত্রের খবর, আরও কিছু তথ্য জানতে চেয়ে ফের নবান্নকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলে নির্বাচন কমিশন। শনিবার রাজ্যের তরফে দ্বিতীয় রিপোর্টও জমা পড়ে কমিশনে।</p> <p>নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্টে মুখ্যমন্ত্রীর কী করে আঘাত লাগল, তা লিখিতভাবে জানানো হয়েছে।</p> <p>এদিকে নন্দীগ্রামের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং সমগ্র ভোটকে কেন্দ্র করে যে কোনওরকম অশান্তি এড়াতে এদিন জেলাশাসকদের কড়া বার্তা দেওয়া হয়েছে।</p> <p>এদিকে সমগ্র ভোট প্রক্রিয়াকে নিরাপদে শেষ করতে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার আগেই রাজ্যে মোট ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। তবে সেই বাহিনী বেড়ে এক হাজার কোম্পানি হতে পারে।</p> <p>&nbsp;</p>

from home https://ift.tt/3qN52QR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads