Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vmIcmF
বাড়ছে করোনা, ফের সম্পূর্ণ লকডাউন এই শহরে https://ift.tt/2OkSljb

এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন করে যেন গত বছরের স্মৃতি ফিরে এল। ফের লাফিয়ে বাড়ছে করোনা () সংক্রমণ। বাধ্য হয়েই লকডাউনের () পথে হাঁটল দেরাদুন প্রশাসন। মুসৌরি শহরের একাধিক অংশে নতুন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে। শহরের গালওয়ে কটেজ, সেন্ট জর্জ স্কুল, বার্লো গঞ্জ এলাকায় পুরোপুরি শাটডাউনের অর্ডার দিয়েছে প্রশাসন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া কোনও দোকান খোলা রাখা যাবে না মুসৌরির এই অংশে। লকডাউনে দেরাদুন প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা। মুসৌরির গালওয়ে কটেজ, সেন্ট জর্জ স্কুল, বার্লো গঞ্জ এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিটি বাড়ির একজন করে সদস্যকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বেরনোর অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, সদ্য দায়িত্ব নেওয়ার পর উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত লকডাউন সংক্রান্ত বিধিভঙ্গের সমস্ত মামলা তুলে নেওয়ার কথা জানিয়েছেন। রাজ্যের মুখ্যসচিব ওমপ্রকাশ জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত বিধিভঙ্গের মামলা প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, সে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৯৮ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। নতুন করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আরও সঙ্কটজনক মহারাষ্ট্রের পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৫ হাজারেরও বেশি। এবছর এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। মৃত্যু হয়েছে ৫৬ জনের। নাগপুরের পর এবার ঔরঙ্গাবাদেও জারি হল সম্পূর্ণ লকডাউন। শুধু ঔরঙ্গাবাদের মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৭,৭৫৫। যার মধ্যে ৫,৫৬৯ টি সক্রিয় করোনা কেস। অবিলম্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার মাঝ রাত থেকেই ঔরঙ্গাবাদে জারি হয়েছে লকডাউন। শেষ হবে সোমবার ভোরে। দেশ জুড়ে লকডাউনে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল তাই বলবৎ থাকবে এক্ষেত্রেও। শুধুমাত্র অত্যাবশকীয় পরিষেবায় চালু থাকবে। সবজি, ফলের দোকান, দুধের দোকান খোলা থাকবে। শেষ এক মাসে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের বাড়বাড়ন্ত দেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। অন্যদিকে, নাগপুরে ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি হতে চলেছে। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vmIcmF
Previous article
Next article
Leave Comments
Post a Comment