নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট মমতার https://ift.tt/3eyty5T - MAS News bengali

নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট মমতার https://ift.tt/3eyty5T

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার ‘নন্দীগ্রাম দিবস’। দিনের শুরুতেই এই নিয়ে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের প্রার্থী হয়ে তিনি যে গর্বিত সে কথাও লিখলেন। ‘নন্দীগ্রাম দিবসে’র স্মৃতি উস্কে তিনি টুইট করেছেন, ‘২০০৭ সালের আজকের দিনে নন্দীগ্রামে গুলিতে মৃত্যু হয় নিরীহ গ্রামবাসীদের। অনেকের দেহ পাওয়া যায়নি। রাজ্যের ইতিহাসে আজকের দিনটি একটি কালো দিন। নন্দীগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই।’ মমতার টুইটে আরও বলা হয়েছে, ‘নন্দীগ্রামের আন্দোলনে যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের স্মরণে রেখে প্রতি বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। সেই দিনই দেওয়া হয় ‘কৃষকরত্ন সন্মান’। কৃষকরা আমাদের গর্ব। তাঁদের উন্নতির জন্য আমাদের সরকার সব সময় চেষ্টা করছে।’ টুইটে তাঁর সংযোজন, ‘নন্দীগ্রামে আমার ভাই-বোনদের শ্রদ্ধা জানিয়ে, তাঁদের উৎসাহে আমি ২০২১ সালের নির্বাচনে এই ঐতিহাসিক জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ এদিন নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ বেদিতে মাল্যদান করেন তৃণমূল নেতৃত্ব। এদিন মাল্যদান করেন মন্ত্রী ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, রাজ্যসভার সদস্য দোলা সেন ও বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। পরে সেখানে গিয়েই শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত, ভিটেমাটি রক্ষার যে আন্দোলন শুরু করেছিলেন নন্দীগ্রামের কৃষকরা , তা ঠেকাতে গত ২০০৭ সালের ১৪ মার্চ নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের পুলিশের বিরুদ্ধে। ‘শহিদ’ হয়েছিলেন ১৪ জন। সেদিনই হুইলচেয়ারে সভায় দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিল। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভায় হুইলচেয়ারে দেখা যেতে পারে তৃণমূল সুপ্রিমোকে। এবার রীতিমতো ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। নন্দীগ্রামে এবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেখানেই প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছেন তাঁরই একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু। মমতাকে চ্যালেঞ্জ জানিয়ে হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেছেন, 'নন্দীগ্রামে হাফ লাখের বেশি ভোটে মাননীয়াকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।'পালটা আক্রমণ শানিয়েছেন মমতাও। নন্দীগ্রামের কর্মিসভা থেকে শুভেন্দুকে নাম না করে মমতার আক্রমণ, 'আমি বহিরাগত হলে তো মুখ্যমন্ত্রীই হতে পারতাম না।' নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশের দিন আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে চোট পেয়েছেন তিনি। তবে তিনি যে থেমে থাকতে চান না, তা আগেই বার্তা দিয়েছেন মমতা। হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তায় শীঘ্রই প্রচারে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলনেত্রী। টুইটে তিনি নন্দীগ্রাম থেকে বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার কথাও বলেছেন। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3bHNYaK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads