Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38ErS6Z
নতুনভাবে ভোট দেখবেন আপনারা, নন্দীগ্রাম দিবসে বার্তা শুভেন্দুর https://ift.tt/3eBd9h5

এই সময় ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম দিবসে সম্মুখ সমরে তৃণমূল-BJP। বলা ভালো, তৃণমূলের সঙ্গে বাকযুদ্ধে নেমেছেন শুভেন্দু অধিকারী। রবিবার সকালে প্রথমে নন্দীগ্রামের অধিকারী পাড়ায় যান তিনি, তারপর ভাঙাবেড়িয়ার শহিদ মিনারে পৌঁছন। দু জায়গায়তেই নন্দীগ্রাম দিবসের আবেগ উস্কে দেন তিনি। আক্রমণ করেন তৃণমূলকে। তাঁর কটাক্ষ, 'গত বছর অবধি যাঁরা আসেননি, আগামী বছর যাঁরা আসবেন না, তাঁরা মাইক বাজাচ্ছেন। যাঁরা ওইদিন গুলি চালিয়েছিল, তাদের দলে নিয়েছে তৃণমূল, অভিযুক্ত পুলিশ অফিসারের পদোন্নতি হয়েছে। শহিদ পরিবারেরে কাছে আমি দায়বদ্ধ।' তিনি বলেন, 'ভোট থাকুক না থাকুক, পদ থাকুক না থাকুক নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ছিল, থাকবে।' একই সঙ্গে তিনি বলেছেন, ‘এবার সবাই নিজে ভোট দেবেন, ব্যবস্থা আমি করব। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নতুন ভোট দেখবেন আপনারা।’ এদিকে এদিন নন্দীগ্রামে গিয়ে শ্রদ্ধা জানায় তৃণমূলও। পরে ব্রাত্য বসু বলেন, 'শুভেন্দু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে ছিলেন। তিনি আসতেই পারেন। কিন্তু সেখানে এসে তিনি মমতাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তা তাঁর রাজনৈতিক রুচির পরিচয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করা উচিত।' সকালে ভাঙাবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দুই শিবিরের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। শুভেন্দুকে ঢুকতে দিতে নারাজ ছিল তৃণমূল পন্থীরা। বচসা, ধস্তাধস্তিতে পৌঁছে যায় পরিস্থিতি। চরম উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত, গোকুলনগরের অধিকারী পাড়া এবং ভাঙাবেড়িয়া দু’জায়গাতেই মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। ভাঙাবেড়িয়ায় এসে পৃথকভাবে মাল্যদান এই সাংসদ দিব্যেন্দু অধিকারীও। অন্যদিকে, ভাঙাবেড়িয়ায় উপস্থিত হন তৃণমূলের ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসু, দোলা সেনরা। সবমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে নন্দীগ্রাম দিবসের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্রমশই ২১-এর নির্বাচনের হটস্পটে পরিণত হচ্ছে নন্দীগ্রাম। হেভিওয়েট প্রার্থীদের প্রচার, জনসভা থেকে শুরু করে মিছিল মিটিং, সবদিকেই বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের পর আরও সতর্ক তারা। তবে কি এবার নন্দীগ্রাম নিয়ে বেনজির পদক্ষেপ নিতে চলেছে কমিশন ? প্রশাসনিক সূত্রে খবর, কেবলমাত্র নন্দীগ্রামের জন্যই মোতায়েন করা হতে পারে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২০১৬ সালে সংখ্যা ছিল ৭২০। আর পাঁচ বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩২। এবারের নির্বাচনে প্রথম দফাতেই থাকছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। সংখ্যা আগামীদিনে আরও বাড়তে পারে বলেও খবর। যা কার্যত বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শুধু ২৭ মার্চ নয়, এবারে রাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। সে কারণেই এদিন শুভেন্দুর মুখে এমন কথা শোনা গিয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38ErS6Z
Previous article
Next article
Leave Comments
Post a Comment