মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কনস্টেবল https://ift.tt/3eyyCHr - MAS News bengali

মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কনস্টেবল https://ift.tt/3eyyCHr

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা পুলিশের দুই কনস্টেবল মাদক পাচারের সঙ্গে জড়িত! এই খবর পেয়ে তাজ্জব বনে গিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স ()। রবিবার ভোর ৪:২০ নাগাদ বনগাঁর গাইঘাটা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই দুই পুলিশ কর্মীকে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই কনস্টেবলের নাম পলাশ বিশ্বাস এবং সুব্রত বিশ্বাস। তাদের সঙ্গে পাকড়াও করা হয়েছে কুখ্যাত মাদক চক্রী প্রশান্ত সিকদার ওরফে পচাকে। তদন্তকারীদের দাবি, বনগাঁর ওই দুই বাসিন্দার কাজ ছিল নিয়মিত কলকাতার ক্যারিয়ারদের কাছে মাদক পৌঁছে দেওয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে যেহেতু ধৃতরা রোজই কলকাতায় আসত তাই এই কাজ অনায়াসেই চালাচ্ছিল তারা। পেশায় পুলিশ হওয়ায় কাজটি আরও সহজ হয়ে গিয়েছিল। এদিকে বনগাঁ এলাকায় দীর্ঘদিন ধরেই হেরোইন পাচার চালাচ্ছিল ধৃত পচা, দাবি STF-এর। অনেকদিন ধরেই পুলিশের নজর ছিল তার উপর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর গয়না, নগদ টাকা এবং কয়েকটি মোবাইল। যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার আদালতে তোলা হবে তাদের। কীভাবে STF এর নজরে এল গোটা ঘটনাটি? জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখ স্ট্র্যান্ড রোডের প্যাটন ট্যাঙ্কের নীচ থেকে গ্রেফতার করা হয়েছিল তিন মাদক কারবারিকে। তল্লাশি চালানোর পর তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি হেরোইনের প্যাকেট। মোট এক কেজি ১৩২ গ্রাম মাদক ছিল ওই প্যাকেটগুলিতে। যার মূল্য পাঁচ কোটি টাকারও বেশি। ধৃত তিনজনের মধ্যে ফণি বিশ্বাস এবং রাজু বিশ্বাস বনগাঁ এলাকার বাসিন্দা এবং সম্বিত রায় ওড়িশার বাসিন্দা। তাদের জেরা করার সময় পুলিশ জানতে পারে ঘটনার সঙ্গে জড়িত রয়েছে আরও তিন মাথা। যার মধ্যে দু'জন আইন রক্ষক। গত ১৩ মার্চ ধৃতদের আদালতে পেশ করে পুলিশ। কোর্টের নির্দেশে দু' দিনের পুলিশ হেফাজত হয় তাদের। এরপর অভিযুক্তদের জেরা করে কীভাবে অপারেশন চলত তা জানা হয়। পুলিশের দাবি, ওই তিন জনের ধরা পড়ার খবর পেয়ে একটি পোল্ট্রি ফার্মে গা ঢাকা দেয় পলাশ, সুব্রত এবং প্রশান্ত। শনিবার বিকেলে প্রথমে তাদের বাড়িতে হানা দেয় STF। কিন্তু, তারা সেখানে ছিল না। এরপর বনগাঁর গাইঘাটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে তদন্তকারী দল। অবশেষে ভোরের দিকে ধরা পরে তিন মাদক চক্রী। টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2OtoYeu
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads