home
WB Election 2021: রূপা থেকে বাবুল, লড়াইয়ে পাঁচ সাংসদ? বিজেপির সম্ভাব্য প্রার্থী কারা? https://ift.tt/eA8V8J
<p><strong>কলকাতা :</strong> বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় থাকতে পারেন বিজেপির বেশ কয়েকজন সাংসদ। সূত্রের খবর, প্রার্থী হতে পারেন রাজ্যসভার দুই সাংসদ স্বপন দাশগুপ্ত ও রূপা গঙ্গোপাধ্যায়। আগামী বছরই তাঁদের মেয়াদ শেষ হচ্ছে। বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তবে প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হতে পারেন আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। খবর সূত্রের। এর আগে সিদ্ধান্ত হয়েছিল কোনও সাংসদ বিধানসভা ভোটে দাঁড়াবেন না। পরে সিদ্ধান্ত বদল হয়। গতকালের বৈঠকে প্রার্থী হিসেবে এই পাঁচ সাংসদের নাম উঠে আসে। খবর সূত্রের।</p> <p> </p> <p>জানা গেছে, আজ দুপুর আড়াইটার সময় বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ দফার জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে। তৃতীয় দফার ভোটগ্রহণ ৬ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ মার্চ। অন্যদিকে, ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। তৃতীয় দফায় ভোট হবে হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে। চতুর্থ দফায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার বাকি অংশে ভোটগ্রহণ। এছাড়াও, কোচবিহার ও আলিপুরদুয়ারে দলের প্রার্থী তালিকা আজই ঘোষণার সম্ভাবনা বিজেপির।</p> <p><strong>হাওড়ার সম্ভাব্য প্রার্থী</strong></p> <p>রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়</p> <p>রথীন চক্রবর্তী বালি</p> <p>রুদ্রনীল ঘোষ শিবপুর</p> <p>বৈশালী ডালমিয়া উলুবেড়িয়া ---</p> <p>সঞ্জয় সিং মধ্য হাওড়া</p> <p>উমেশ রাই হাওড়া উত্তর</p> <p>রন্তিদেব সেনগুপ্ত হাওড়া দক্ষিণ</p> <p>প্রভাকর পণ্ডিত সাঁকরাইল</p> <p>------------</p> <p> </p> <p><strong>হুগলির সম্ভাব্য প্রার্থী</strong></p> <p>যশ দাশগুপ্ত চণ্ডীতলা</p> <p>প্রবীর ঘোষাল উত্তরপাড়া</p> <p>কবীরশঙ্কর বসু শ্রীরামপুর</p> <p>দেবজিৎ সরকার জাঙ্গিপাড়া</p> <p>দীপাঞ্জন গুহ চন্দননগর</p> <p>লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুর</p> <p>---------------</p> <p> </p> <p><strong>দক্ষিণ ২৪ পরগনার</strong></p> <p>শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব</p> <p>শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম</p> <p>--------------</p> <p> </p> <p><strong>উত্তর ২৪ পরগনা</strong></p> <p>চন্দ্রমণি শুক্লা ব্যারাকপুর</p> <p>শমীক ভট্টাচার্য রাজারহাট-গোপালপুর</p> <p>অঞ্জনা বসু রাজারহাট-নিউটাউন</p> <p>সব্যসাচী দত্ত বিধাননগর</p> <p>দুলাল বর বাগদা</p> <p>রাজু বন্দ্যোপাধ্যায় কামারহাটি</p> <p>পবন সিং ভাটপাড়া</p> <p>শুভ্রাংশু রায় বীজপুর</p> <p>সুনীল সিং নোয়াপাড়া</p> <p>ফাল্গুনী পাত্র নৈহাটি</p> <p>সৌরভ সিং জগদ্দল</p> <p>প্রতাপ বন্দ্যোপাধ্যায় বরানগর</p> <p>রীতেশ তিওয়ারি কাশীপুর-বেলগাছিয়া</p> <p>-</p>
from home https://ift.tt/3vkeyON
from home https://ift.tt/3vkeyON
Previous article
Next article
Leave Comments
Post a Comment