Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31BF6O1
বিরাটদের টিমই টেস্টে সর্বকালের সেরা https://ift.tt/39tABta

এই সময়: বিরাট কোহলির () নেতৃত্বাধীন এই টেস্ট টিমই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা টেস্ট টিম। এমনই বলে দিলেন সুনীল গাভাসকর ()। ১৯৬০ সাল থেকে এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেট দেখে আসছেন সানি। দীর্ঘদিন খেলেছেন নিজে। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'এই ভারতীয় টিম যে ভাবে খেলছে, আমার মতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বকালের সেরা টেস্ট টিম।' এমএল জয়সীমার স্মারক বক্তৃতায় এসে এমন কথা বলেন গাভাসকর। বক্তব্য রাখতে গিয়ে জয়সীমার প্রসঙ্গ তুলে দু'বার মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়েন সানি। ১৯৯৯ সালের ৭ জুলাই শেষবার জয়সীমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। বলেন সেই গল্পও। তাঁর সময়ের তুলনা টেনে গাভাসকর বলেন, 'বিরাটদের এই টিমে সকলের মধ্যে দারুণ বোঝাপড়া ও একাত্মতা রয়েছে। আমরা যখন খেলতাম, তখন জয়সীমার সময়েও টিমে এ রকম একাত্মতা ছিল। মাঠের বাইরেও এটা দরকার। না হলে সাফল্য আসবে না। এই টিমের ক্রিকেটারদের মধ্যে মাঠের বাইরেও দারুণ-দারুণ গল্প আছে নিশ্চয়ই।' সেই সঙ্গে গাভাসকর এটাও বলেন, 'আমার দীর্ঘ ক্রিকেট জীবনে টাইগার পতৌদির মতো ব্যক্তিত্ব আর দেখিনি।' বোলারদের জন্য আরও কিছু সুবিধে দেওয়ার সওয়াল করেছেন গাভাসকর। বলেন, 'বাউন্ডারি আর একটু বাড়ানো উচিত। আমরা যখন শারজায় খেলতাম, তখন ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েড, গর্ডন গ্রিনিজরা বহুবার একদম বাউন্ডারি লাইনে ধরা পড়ে গিয়েছে। এখনকার মতো মাঠ হলে সেগুলো চার-ছয় হত। তাই, বাউন্ডারি একটু বাড়ানো দরকার। তাতে বোলারদের ভালো হবে।' আম্পায়ারদের সফট সিগন্যাল তুলে দেওয়ার ব্যাপারে বিরাট কোহলি যা বলেছিলেন, তার সমর্থনও শোনা যায় সানির কথায়। আইপিএল নিয়েও মুখে খুলেছেন। এ বারও গাভাসকরের বাজি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর সাফ কথা, 'মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো খুবই কঠিন। ইশান কিষান, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ারা যে ভাবে ব্যাট করছে, ওদের রোখা কঠিন। সবাই দারুণ ফর্মে আছে।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/31BF6O1
Previous article
Next article
Leave Comments
Post a Comment