কোহলি-ডিভিলিয়ার্সের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন এই RCB ক্রিকেটার https://ift.tt/3dmLcqQ - MAS News bengali

কোহলি-ডিভিলিয়ার্সের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন এই RCB ক্রিকেটার https://ift.tt/3dmLcqQ

এই সময় ডিজিটাল ডেস্ক: IPL-এর দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। তার আগে জোর প্রস্তুতিতে প্রতিটি দলই। ব্যতিক্রম নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও । আসন্ন আইপিএলে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী দলের নতুন ক্রিকেটার ড্যান ক্রিস্তিয়ান। এখনও পর্যন্ত একবারও আইপিএল না জিতলেও তিনি মনে করেন এবারের খেতাব জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সোশ্যাল মিডিয়া পোস্টে ড্যান ক্রিস্তিয়ান লিখেছেন, 'এবছর আমরা জিতব। RCB ফ্যানসদের অনেকদিনের মনোবাসনা পূরণ হবে এবার। আর আশা রাখছি এই আইপিএল খেতাব জিততে আমিও কার্যকরী অবদান রাখতে পারব।' যথেষ্ট চমক রয়েছে এবারের RCB স্কোয়াডে। দলে নেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। আরসিবি-তে 'ম্যাডম্যাক্স' শো দেখার অপেক্ষায় প্রত্যেকে। ড্যান ক্রিস্তিয়ান বলেন, 'আইপিএলে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ব্যাট করার একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে । একইসঙ্গে বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করাটাও আমার কাছে বড় ব্যাপার। আশা রাখছি দলগত ক্রিকেট খেলে বাজিমাত করবে আরসিবি। ' উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর একদিনও সময় ব্যয় করলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল-এর জন্য শুরু করে দিলেন জিম সেশন। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে। সোমবার বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিলেন যুজবেন্দ্র চাহল। একাধিকবার ফাইনালে পৌঁছেও খেতাব হাতছাড়া হয়েছে বিরাট বাহিনীর। তাই এবারে জয় পেতে মরিয়া কোহলি এন্ড কোম্পানি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2Ph2fCE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads