Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3thTibx
নিজেদের মাওবাদী, লিঙ্কম্যান দাবি করে চাকরির দাবিতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরে https://ift.tt/3cK9c8X
এই সময়, মেদিনীপুর: চাকরির দাবিতে নিজেদের মাওবাদী লিঙ্কম্যান পরিচয় দিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক বাসিন্দা। এতদিন পর্যন্ত যাঁদের দাবি ছিল, সরকার জোর করে মাওবাদী তকমা দিয়ে মামলায় জড়িয়েছে, তাঁরাই এদিন আওয়াজ তোলেন, 'আমরাও মাওবাদী ছিলাম। তাই মামলা প্রত্যাহারের পাশাপাশি সরকারি চাকরিও দিতে হবে।' ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত জঙ্গলমহলে নির্বিচারে মানুষ খুন হয়েছেন। অনেকেই আত্মসমর্পন করে সরকারের পুনর্বাসন প্যাকেজ পেয়েছেন৷ আর্থিক সুবিধার পাশাপাশি জুটেছে চাকরিও। অধিকাংশই যোগ দিয়েছেন হোমগার্ডের কাজে। দিনকয়েক আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেশ কয়েকজন প্রাক্তন কেএলও জঙ্গি ও মাওবাদী লিঙ্কম্যানদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লক থেকে বেশ কিছু বাসিন্দা পোস্টার হাতে নিয়ে নিজেদের প্রাক্তন মাওবাদী লিঙ্কম্যান দাবি করে পুর্নবাসন প্যাকেজের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আন্দোলনের নেতৃত্বে থাকা শালবনির বীরঘসা গ্রামের নারায়ণ মাহাতো বলেন, 'আমি এবং আমাদের শালবনি ব্লকের প্রায় ১৫৩ জন মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলাম, জেলও খেটেছি।' মাওবাদী কার্যকলাপে যুক্ত হয়ে তিনি এক বছরের জন্য অন্ধ্রপ্রদেশও চলে গিয়েছিলেন বলেও দাবি করেন। নারায়ণের বক্তব্য, 'বিধায়ক শ্রীকান্ত মাহাত'র সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করেছেন।' শালবনির পালুইবনি গ্রামের রাজীব মাহাতো বলেন, 'বাম আমলে আমাদেরকে মাওবাদী তকমা দিয়ে জেল খাটানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর্নবাসন প্যাকেজ ঘোষণা করেছেন। অনেকে সরকারের প্যাকেজের সুবিধা পেয়েছে, চাকরিও পেয়েছে। আমরা এখনও পাইনি তাই পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে সেই দাবি জানাতে এসেছি জেলাশাসকের কাছে।' কারও দাবি, মাওবাদী 'লিঙ্কম্যান'-এর তকমা নিয়ে দিন কাটাতে হচ্ছে। রাজ্যে পালাবদলের পর স্কোয়াডের নেতারা সরকারি চাকরি ও প্যাকেজের সুবিধা পেলেও অনেকে কিছুই পাননি। বারবার জেলার পুলিশ ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। কোনও সুরাহা হয়নি।' এদিন তারা জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনও জমা দেন বলে জানিয়েছেন। যদিও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুদীপ সরকার বলেন, 'গেটের বাইরে কেউ কিছু করলে জানিনা। এই সংক্রান্ত কেউ কোনও ডেপুটেশন জমা দেননি। দিলে জানতাম।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3thTibx
Previous article
Next article
Leave Comments
Post a Comment