Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3oBaUeJ
মেঘ কাটলেই আবারও নামবে তাপমাত্রার পারদ https://ift.tt/3t8NH7b
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টায় ফের পারদ নামার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও শনিবার তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বমুখী। আবহাওয়াবিদরা মনে করছেন, ছোট হলেও শেষবেলায় ঝোড়ো ইনিংস খলেছে শীত। ঠান্ডার আমেজ এখনই না ফুরনোয় খুশি শীতপ্রেমী মানুষজন। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবারের তুলনায় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বৃদ্ধি পেলেও, মেঘ-কুয়াশার দাপট কাটতেই ফের শীত অনুভূত হবে বলেই পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকে ঘন কুয়াশা দেখা যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। আকাশ কিছুটা মেঘলা থাকবে বলেও জানা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়ে রোদের দেখা মিলবে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৭ শতাংশ। মূলত ঘন কুয়াশার জেরেই শীত কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কুয়াশা কাটলেই ফের ঠান্ডা পরার ইঙ্গিত রয়েছে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কমতে পারে দু’-থেকে তিন ডিগ্রি তাপমাত্রা। যা চলবে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত। গত কয়েকদিন ধরেই মনোরম শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নেমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, কনকনে না হলেও ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা ভাব বজায় থাকবে রাজ্যে। অন্যদিকে, উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘণ্টা ঘন কুয়াশার দাপট থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। গতকাল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর-পশ্চিম ভারতে। জম্মু, কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3oBaUeJ
Previous article
Next article
Leave Comments
Post a Comment