ঘিঞ্জি বাজারে রাতের আগুনে ছাই একশো দোকান https://ift.tt/36pSxmQ - MAS News bengali

ঘিঞ্জি বাজারে রাতের আগুনে ছাই একশো দোকান https://ift.tt/36pSxmQ

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার গভীর রাতে দমদম ক্য়ান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। খবর দেওয়া হয় দমকলে। রাতেই দমকলের ৯টি ইঞ্জিন আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ভস্মীভূত হয়েছে প্রায় ১০০টি দোকান। সকাল থেকেই রুটি রুজির সংস্থান হারিয়ে হা হা কার শোনা গিয়েছে। জানা গিয়েছে, রাত প্রায় দুটো নাগাদ আগুন লাগে। দমকল কর্তাদের প্রাথমিক অনুমান, বাজারে থাকা একটি গ্য়াস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা সঙ্গে হাওয়ার দাপট থাকার কারণেই দ্রুত আগুন ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাতে হাতে গোনা কয়েকজন ব্য়বসায়ীই বাজারে ছিলেন। ঘটনার পর তাঁরা নিরাপদ দূরত্বে সরে আসেন। ঠিক কী কারণে এই আগুন, কতটা গাফিলতি ছিল বাজার কমিটির তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের এক কর্তা বলেন, রাত ২ থেকে আড়াটের মধ্যে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। উত্তরে হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সবটা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় এক ব্য়বসায়ী বলেন, আমি দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ পেয়ে ঘুম ভাঙে। দেখলাম, আগুন লেগেছে। একটুও সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়ি। কিছু নিয়ে বের হতে পারিনি, সব পুড়ে গিয়েছে। ১০০ মতো দোকান পুরো শেষ হয়ে গিয়েছে। বেশ কয়েকটি গ্য়াস সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যায়। দমকলের ওই কর্তা বলেন, রাত ২ টো নাগাদ আমাদের কাছে ফোন আসে। দমদম এবং বরাহনগর ফায়ার স্টেশন থেকে দ্রুত ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। কিন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় ঢুকতে আমাদের বেশ বেগ পেতে হয়। প্রথম দিকে আমাদের খুব সমস্য়া হয়। হাওয়া চলায় এবং দোকানগুলি সব অস্থায়ী কাঠামোর উপরে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। নতুন বছরের প্রথম মাসেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কলকাতায় । বাগবাজারে ব্রিজের কাছে বস্তিতে বিধ্বংসী আগুন ছড়িয়ে ছিল। দমকলের ২৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আতঙ্ক বাড়িয়ে আশপাশের এলাকাতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তিন জন দমকলকর্মীও আহত হয়েছেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2YsvOlQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads