একধাক্কায় ৩ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা https://ift.tt/3r4ozNe - MAS News bengali

একধাক্কায় ৩ ডিগ্রি কমল শহরের তাপমাত্রা https://ift.tt/3r4ozNe

এই সময় ডিজিটাল ডেস্ক: দাপট দেখাচ্ছে শীত। একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় কমে হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবারের মধ্য়ে তাপমাত্রার পারদ কমবে অনেকটাই, পূর্ভাভাস আলিপুর দফতরের। আরও একটি ঝোড়ো ইনিংস খেলতে চলেছে শীত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহ জুড়ে ওঠা-নামা করেছে তাপমাত্রার পারদ। শনিবার মেঘ ও কুয়াশার জেরে কিছুটা বাধাপ্রাপ্ত হয় শীত। বাড়ে তাপমাত্রার পারদও। কিন্তু উত্তুরে হাওয়ার দাপটে ফের শীত উপভোগ করতে পারবেন শহরবাসী, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে শীতের আমেজ বজায় থাকায় খুশি শীতপ্রেমীরা। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৩ শতাংশ। এদিকে সকালের পর দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। কিন্তু কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জায়গাগুলির দৃশ্য়মানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। অন্য়দিকে, আগামী ৪৮ ঘন্টা মেঘমুক্ত থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। আবহাওয়াবিদদের কথায়, রবিবার ও মঙ্গলবার রাজ্য়ে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু- কাশ্মীরে প্রবেশ করতে চলেছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। এদিকে তাপমাত্রার খামখেয়ালিপনার জেরে বাড়ছে ভাইরাল জ্বর। এই মরশুমে সাধারণ মানুষকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা। করোনা সতর্কবিধি মানলে এড়ানো সম্ভব ভাইরাল জ্বরও, জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি, শীতের মরশুমে ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। শীতের আমেজে ঘরোয়া পিকনিকে মজছেন শহরবাসীর একাংশ। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3cpEj9q
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads