বিধি মেনে আড়াই লক্ষ পরীক্ষার্থীর টেট আজ https://ift.tt/2YrZDD2 - MAS News bengali

বিধি মেনে আড়াই লক্ষ পরীক্ষার্থীর টেট আজ https://ift.tt/2YrZDD2

এই সময়: করোনা আবহে টানা সাড়ে দশ মাস রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ থাকার পর আজ, রবিবার খুলতে চলেছে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান। তবে পঠনপাঠনের জন্য নয়, ২০১৭-র বিজ্ঞপ্তি মেনে প্রাথমিক টেট-এর হাত ধরে। আজ, দুপুর ১টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১৫০ নম্বরের পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাজ্যে হাজার খানেক পরীক্ষা কেন্দ্রে আড়াই লক্ষ প্রার্থীর টেট-এ বসার কথা। বিকাশ ভবনের এক আধিকারিকের কথায়, 'কোভিড-বিধি মেনে স্কুলগুলিতে যত পড়ুয়ার বসার ক্ষমতা রয়েছে, তার অর্ধেক বা কোথাও আরও কম সংখ্যক পরীক্ষার্থীর বসার আয়োজন করা হয়েছে। কেন্দ্রগুলি স্যানিটাইজ করার কাজও হয়ে গিয়েছে।' বিধানসভা ভোটের আগে নির্বিঘ্নে, সুষ্ঠু ভাবে টেট সম্পন্ন করতে রাজ্য প্রশাসনও তৎপর। গণ-পরিবহণ ব্যবস্থা সপ্তাহের কাজের দিনের মতো স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি টেট সংক্রান্ত এক নির্দেশিকায় জানিয়েছেন, কোভিড-বিধি মেনে পরীক্ষা হবে। মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ নিষেধ। যদিও শিক্ষক সংগঠন কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাসের কথায়, 'নদিয়ার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জেলার ৩০টি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ১২ হাজার পরীক্ষার্থীর বসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। অনেক জেলাতেই চিত্রটা এ রকম। তা হলে স্বাস্থ্যবিধি মানা হবে কী করে?' এ দিকে, আদালতের নির্দেশে প্রাথমিকের টেট-এ যোগ্যতাসম্পন্ন যে সব মামলাকারী এ বারই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন, তাঁদের একাংশের অভিযোগ, তাঁরা রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দা হলেও পর্ষদ কলকাতার বিভিন্ন স্কুলে পরীক্ষার আসন ফেলেছে। অথচ শুক্রবার দিনভর যখন তাঁরা আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের আধিকারিকদের কাছে এ নিয়ে জানতে চেয়েছিলেন, পর্ষদ কর্তারা তাঁদের আশ্বস্ত করে জানান, নিজেদের জেলাতেই তাঁদের সিট পড়বে। এ ব্যাপারে প্রতিক্রিয়ার জন্য বারবার ফোন করা হলেও পর্ষদ সভাপতির উত্তর মেলেনি। নির্দেশিকায় সচিব আরও জানিয়েছেন - টেট-এর দিন পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড-সহ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে দুপুর বারোটা বা তার আগে। কোনও পরীক্ষার্থী ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। মোবাইল, ক্যালকুলেটর বা যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ। পরীক্ষার দায়িত্বে থাকা ইনভিজিলেটর, যুগ্ম ভেন্যু-ইনচার্জ এবং অন্য আধিকারিকদেরও মোবাইল বন্ধ রাখতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ ফোন তাঁদের লকারে রাখতে হবে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/39wgVFh
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads