রাজ্যে আইপিএসে রদবদল, নড্ডার কনভয়ের দায়িত্বে থাকা IPS অফিসারের পদোন্নতি https://ift.tt/2KZfbuG - MAS News bengali

রাজ্যে আইপিএসে রদবদল, নড্ডার কনভয়ের দায়িত্বে থাকা IPS অফিসারের পদোন্নতি https://ift.tt/2KZfbuG

এই সময় ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরে রাজ্যের তিন আইপিএসের কেন্দ্রে ডেপুটেশন সংক্রান্ত বিরোধের মধ্যেই এক পুলিশ অফিসারের পদোন্নতি হল সোমবার। অপর আইপিএসকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করল রাজ্য সরকার। সোমবার রাজ্যে পুলিশের একাধিক পদে রদবদল হয়েছে। সেই তালিকার রয়েছে রাজীব মিশ্রা ও ভোলানাথ পান্ডের নাম। সম্প্রতি ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় জে পি নড্ডার কনভয়ে হামলা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে নড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের তিন আইপিএস অফিসারের ভূমিকায় ক্ষুণ্ণ হয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি আইপিএসকে তলব করা হলেও তাঁরা যাননি। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে চরম সংঘাতে জড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্যের আপত্তি উপেক্ষা করে তিনি আইপিএস অফিসারকে পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশনে নিয়োগ করে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন। তিন আইপিএসকে তিনি রিলিজ করতে অস্বীকার করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করেন, কেন্দ্রের এই পদক্ষেপ অসাংবিধানিক। গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সুপ্রিম আদালতে যাওয়ার ভাবনাও রয়েছে রাজ্যের। ১ ১ ডিসেম্বর নড্ডার গাড়িতে হামলার এক পক্ষকালেরও বেশি সময় পর সোমবার এই বদলির নির্দেশ জারি করে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের এসপি ভোলানাথ পান্ডেকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ হোম গার্ডের পুলিশ সুপার করা হয়েছে। রাজ্য সরকার দক্ষিণবঙ্গের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব মিশ্রাকে দক্ষিণবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে প্রোমোশন দিয়েছে। ভোলনাথ পান্ডের জায়গায় ডায়মন্ড হারবারে যাচ্ছেন বারাসত পুলিশ জেলার এসপি অভিজিত্‍‌ বন্দ্যোপাধ্যায়। নড্ডার কনভয়ে হামলার পর যে তিন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশন চাওয়া হয়, তার মধ্যে রয়েছে ভোলানাথ পান্ডে ও রাজীব মিশ্রার নাম। আইপিএস অফিসার বদলি ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়ানোয় চার রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও স্টালিনকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের একটি সূত্রে খবর, হাওড়া পুলিশ কমিশনারেটের দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার রাজনারায়ণ মুখোপাধ্যায় বারাসত পুলিশ জেলার নতুন পুলিশ সুপার পদে দায়িত্ব নিতে চলেছেন। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি-১ পদে ছিলেন দময়ন্তী সেন। তাঁকে স্পেশ্যাল সিপি-২ পদে পাঠানো হয়েছে। সিআইডি-র ডিআইজি প্রণব কুমার রাজ্য গোয়েন্দা সংস্থার আইজিপি পদে গিয়েছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার (CP) হুমায়ুন কবীরকে ডিআইজিপির র‌্যাংক থেকে আইজিপি র‌্যাংকে প্রোমোশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আইজিপি ট্রাফিক পদে বদলি করা হয়েছে নিশান্ত পারবেরকে। সোমবার এই মর্মে নোটিফিকেশন জারি হয়। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/34QJ8E4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads