Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aNC3rR
অনলাইন ডেটিং অ্যাপের চক্করে পুনায় ধর্ষিত তরুণী https://ift.tt/3psxiYI
এই সময় ডিজিটাল ডেস্ক: যুবকের ফাঁদে পা দিয়ে পুনায় ধর্ষণের শিকার হলেন এক তরুণী। একটি অনলাইন ডেটিং অ্যাপ দু'জনের পরিচয়। মাত্র একদিনের আলাপে বিশ্বাস করে ওই যুবকের সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন তরুণী। পুনার একটি হোটেলে তাঁরা দেখা করেন। তরুণীর অভিযোগ, তাঁকে জোর করে অ্যালকোহল খাইয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। ধর্ষিতার লিখিত অভিযোগের ভিত্তিতে বছর ছাব্বিশের অভিজিত্ বাঘকে গ্রেফতার করেছে পুনার পিম্পরি চিংচবড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, Tinder নামে একটি অনলাইন ডেটিং অ্যাপে ২৫ ডিসেম্বর দু'জনের পরিচয় হয়। ২৬ ডিসেম্বর পুনার হিঞ্জওয়াদি এলাকার একটি হোটেলে অভিজিতের সঙ্গে দেখা করতে যান তরুণী। নির্যাতিতার বয়ান অনুযায়ী, আমাকে জোর করে অ্যালকোহল খাইয়ে অভিজিত্ ওর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে সেসময় আর কেউ ছিল না। সেই সুযোগে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত। তরুণীর কথা অনুযায়ী, অভিযুক্ত আমাকে বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। আমি বাধা দিলে, আমাকে একাধিকবার মারধর করা হয়। পায়ের জুতো খুলে আমাকে মারধর করে। এর পর জোর করে আমাকে ধর্ষণ করে। অভিযোগে তরুণী জানিয়েছেন, ২৬ ডিসেম্বর বিকেল ৪টে থেকে সাড়ে ১১টা পর্যন্ত তার উপর এই অত্যাচার চলেছে। ধৃতকে এদিন আদালতে পেশ করা হলে, ২ জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলাকে যৌন হেনস্থায় ধৃত দুই অন্তঃসত্ত্বা এক মহিলার যৌন হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার এক হাসপাতালে সোমবার ধরা পড়ল দুই ভুয়ো ডাক্তার। ঘটনাটি ঘটেছে উনাকোটি জেলার কৈলাসহরের এক হাসপাতালে। রাজু দাস (২৯) ও অভি দাস (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই ভুয়ো ডাক্তার এক বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। আরও পড়ুন: পুলিশ জানায়, যৌন হেনস্থার ঘটনা ঘটেছে রবিবার সকালে। ওই দুই ব্যক্তি ডাক্তার সেজে ঢুকে মহিলাকে যৌন হেনস্থা করে। মহিলা চিত্কার করে উঠলে, তারা পালিয়ে যায়। হাসপাতালের মধ্যে অনাকঙ্ক্ষিত এই ঘটনার পর ওই অন্তঃসত্ত্বার স্বামী কৈলাসহর থানায় একটি অভিযোগ দায়ের করেন। আইপিসি'র ৩৫৪(বি) ও ৪১৭ ধারায় মামলা রুজু হয়। সোমবার দুই অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়ে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aNC3rR
Previous article
Next article
Leave Comments
Post a Comment