Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hxwoHu
ন্যূনতম বাসভাড়া ১৪ করার দাবি উঠল https://ift.tt/3n8lv0k
এই সময় ডিজিটাল ডেস্ক: বেসরকারি বাসে উঠলেই ১৪ টাকা ভাড়া দিতে হবে। মিনিবাসের ক্ষেত্রেও ন্যূনতম ভাড়া ১৪ টাকা করার জোরালো দাবি উঠল। খুব শিগগির রাজ্য সরকারের কাছে এই মর্মে দাবি জানাতে চলেছে বেসরকারি বাসমালিকদের ছ'টি সংগঠন। বুধবার শরত্ বসু রোডে 'মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি'র কার্যালয়ে বাস মালিকদের বৈঠক ছিল। সেখানেই ন্যূনতম ভাড়া নিয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে 'জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস', 'বেঙ্গল বাস সিন্ডিকেট', 'বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন', 'বাস-মিনিবাস সমন্বয় সমিতি', 'সিটি সাবার্বান বাস সার্ভিস' এবং 'মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি'র নেতারা উপস্থিত ছিলেন। বাস মালিকদের বক্তব্য, করোনার কারণে তাঁরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। সেই ক্ষতির বহর কমাতেই রাজ্য সরকারের কাছে ভাড়া বৃদ্ধির দাবি তাঁরা জানাবেন। কেন বৃদ্ধির দাবি তাঁরা তুলছেন, তার একাধিক কারণ সামনে আনেন বাসমালিকরা। বিগত কয়েক মাসে বাসের বিমা খরচ সহ রক্ষণাবেক্ষণে খরচ অনেকটাই বেড়েছে। দুই, ডিজেলের দাম এই ক'মাসে প্রতি লিটারে ১০ টাকার বেশি বেড়েছে। এই অবস্থায় বাসে এখনও পর্যন্ত আশানুরূপ যাত্রী হচ্ছে না। যে কারণে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য থাকছে না। বাস চালিয়ে লোকসানের বহর দিনে দিনে বাড়ছে। বেশি যাত্রী হলেই সেই আর্থিক পোষানো সম্ভব। তা যখন হচ্ছে না, ভাড়া বাড়ানোই একমাত্র সমাধান বলে মনে করছেন বাসমালিকেরা। বাসমালিকদের জানান, আর্থিক ক্ষতির কথা ভেবেই অধিকাংশ রুটে সব বাস একই দিনে রাস্তায় নামছে না। সংগঠনের বৈঠকের পর 'বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন'-এর যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, 'আমরা সব ক'টি সংগঠন মিলে পরিবহণ সচিবকে চিঠি দিয়ে আমাদের দাবির কথা জানাব। গঙ্গাসাগর মেলা পর্যন্ত অপেক্ষা করব। তত দিনে সাড়া না পেলে, আন্দোলনে নামব। ভাড়া বৃদ্ধি ছাড়া আমাদের সামনে অন্য কোনও রাস্তা খোলা নেই।' 'সিটি সাবার্বান সার্ভিস'-এর টিটু সাহার বক্তব্য, 'আর্থিক ক্ষতি করে বেশি দিন বাস রাস্তায় নামানো সম্ভব নয়। আয়-ব্যয়ে সামঞ্জস্য রেখে কী ভাবে বাস চালানো যায়, তা ভেবে দেখতে বলছি সরকারকে।' করোনা পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে অনেকেরই জীবিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাসের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের উপর আর্থিক চাপের বোঝা আরও বাড়াতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস মালিকদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে, সরকার ভাড়া না বাড়ালেও বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে যাত্রীদের তরফে। আরও পড়ুন: আরও পড়ুন: রাজ্য সরকারের পরিবহণ সংক্রান্ত বিশেষ কমিটির চেয়ারম্যান মদন মিত্রকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বাস মালিকদের সমস্যা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিগত ১০ মাসে কিছুই জানাননি। এই সমস্যা শুভেন্দুর তৈরি করে যাওয়া।' আজ, বৃহস্পতিবার বাসমালিকদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা রয়েছে। মদন মিত্র আশাবাদী, সমাধানসূত্র কিছু একটা বেরোবে। 'ওঁদের একটু ধৈর্য ধরতে অনুরোধ করব।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hxwoHu
Previous article
Next article
Leave Comments
Post a Comment