মহারাষ্ট্রে মেয়েকে ধর্ষণে সত্‍‌ বাবার ১০ বছর জেল https://ift.tt/3aWwkQE - MAS News bengali

মহারাষ্ট্রে মেয়েকে ধর্ষণে সত্‍‌ বাবার ১০ বছর জেল https://ift.tt/3aWwkQE

এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের পালঘরে সত্‍‌ মেয়েকে ধর্ষণের অভিযোগে বছর ৪৩-এর এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত। পালঘরের অতিরিক্ত সেশন জজ এসএস গুলহানে এই সাজা ঘোষণা করেন। সেইসঙ্গে ৫ হাজার টাকার আর্থিক জরিমানাও করা হয়েছে। আদালত সূত্রে খবর, নির্যাতিতার মা দ্বিতীয় বার বিয়ে করলে, সেই সত্‍‌ বাবার সঙ্গেই পালঘরের তালাসারির গ্রামের বাড়িতে তাঁরা দুই বোন থাকতে বাধ্য হন। মায়ের অনুপস্থিতে ওই সত্‍ বাবা একাধিক বার তাঁকে যৌন নিগ্রহ করে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান তরুণী। নির্যাতিতার আরও অভিযোগ, আমাকে খুন করার হুমকি দিয়ে, ওই ব্যক্তি মুখ বন্ধ রাখার চেষ্টা করেছিল। কারও কাছে তার কুকীর্তির কথা ফাঁস করলে, প্রাণ মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছিল সত্‍‌ বাবা। দিনে দিনে যৌন নিপীড়ন সহ্যের সীমা ছাড়াচ্ছিল। সব ভয় উপেক্ষা করে ২০১৭ সালের অগস্টে থানায় গিয়ে মায়ের দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই তরুণী। নির্যাতিতার এফআইআরের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তরুণীর মেডিক্যাল রিপোর্টেও অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। আরও পড়ুন: আরও পড়ুন: প্রায় আড়াই বছর ধরে চলা শুনানির পর আইপিসির ৩৭৬ (২) ধারায় (একাধিকবার ধর্ষণ) ওই ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়। ঘটনার সময় নির্যাতিতা নাবালিকা না হওয়ায়, এ ক্ষেত্রে পকসো আইন কার্যকর হবে না বলেও জানিয়ে দেন বিচারক। আরও পড়ুন: আরও পড়ুন: ২০১৯ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সবমিলিয়ে গোটা দেশে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪,০৫,৮৬১টি। ২০১৮ সালের নিরিখে বিচার করলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বরে কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) বা জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর ডেটা অনুযায়ী, ২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ৩ লক্ষ ৭৮ হাজার ২৩৬টি মামলা হয়েছিল। NCRB-র পেশ করা রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে গোটা দেশে ৩২,০৩৩টি ধর্ষণের মামলা হয়েছে। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2JAPsIC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads