বছর শেষে 'কোল্ড মুন'-এর সাক্ষী হতে চলেছে পৃথিবী! কখন দেখবেন? জানুন... https://ift.tt/37VTwfH - MAS News bengali

বছর শেষে 'কোল্ড মুন'-এর সাক্ষী হতে চলেছে পৃথিবী! কখন দেখবেন? জানুন... https://ift.tt/37VTwfH

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বছর শেষ হতে আর কয়েকটি দিনই পড়ে আছে হাতে। এর মাঝেই এই বছরের আরও একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। ইউরোপে বড়দিনের পরেই দেখা যায় ‘’। এবারের ‘কোল্ড মুন’ চলতি বছরের ১৩-তম পূর্ণিমা। মঙ্গল ও বুধবার রাতে দেখা যাবে এই পূর্ণিমা। উত্তর আমেরিকায় দেখা যাবে ২৯ তারিখ রাতে। ভারতে দেখা যাবে পরের দিন। ‘কোল্ড মুন’ প্রত্যক্ষ করার সেরা সময় গোধূলি। সেই সময় পশ্চিমদিকে সূর্য অস্তে যাবে আর পূর্ব আকাশে চাঁদ উঠবে। চাঁদ ওঠার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পূর্ব আকাশে দেখা যাবে। আমেরিকায় এই পূর্ণিমাকে 'Long Nights Moon' বলা হয়। সাধারণত ক্রিসমাসের পরের দিন এটি হয়। ইউরোপে এই ঘটনাকে 'Moon After Yule' বলে। পূর্ণিমার এই তিথিতে পূর্ব আকাশে চাঁদ ওঠার সময়ে পৃথিবীর এই উপগ্রহের রং হবে কমলা। এ ক্ষেত্রে উত্তর গোলার্ধে শীতকাল শুরু হওয়ায় ডিসেম্বরের এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে কোল্ড মুন। দিন কয়েক আগেই সৌরজগতের দুই গ্রহ বৃহস্পতি ও শনি সব চেয়ে কাছে এসেছিল। সেই বিরল মহাজাগতিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়েছিল পৃথিবীর মানুষ। এ বার ২৯-৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে কোল্ড মুন অফ ২০২০()। মহাকাশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৩০ ডিসেম্বর রাতে ভারতের আকাশে পূর্ণিমা আর এই পূর্ণ চন্দ্র সব চেয়ে ভালো করে দেখা যাবে। কমলা রঙে দেখা যাবে পূর্ণ চন্দ্র-চাঁদের এই কমলা রঙের পিছনে অবশ্য একটা কারণ রয়েছে। এ ক্ষেত্রে চাঁদ ওঠার সময়ে সূর্যের প্রতিফলিত রশ্মিও দেখা যাবে। এই সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যাওয়ার পর পৃথিবীর কাছে প্রত্যক্ষ হবে। এ ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পৃথিবীর নীল প্রান্তের দিকে ছড়িয়ে পড়বে সূর্যরশ্মি। অন্য দিকে, বড় তরঙ্গ দৈর্ঘ্যের জন্য খুব বেশি বিচ্ছুরিত না হয়েই বায়ুমণ্ডল বরাবর লাল প্রান্তের দিকে পৌঁছে যাবে সূর্যরশ্মি। এর ফলে চাঁদ ওঠার সময়ে এর রঙ উজ্জ্বল কমলা রঙের হবে। তার পর ধীরে ধীরে ফ্যাকাশে হলুদ এবং শেষমেশ সাদা রঙের দেখতে হবে চাঁদ! জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের শেষে দীর্ঘতম রাতে এই পূর্ণিমা দেখা যায়। এটিকে ‘লং নাইটস মুন’ হিসেবে চিহ্নিত করা হয়। নতুন বছরে প্রথম পূর্ণিমা দেখা যাবে ২৮ জানুয়ারি। তার নাম 'উলফ মুন'। এই সময় ডিজিটালের লাইফস্টাইল সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/38FUxHX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads