বছর শেষে ক্রোয়েশিয়ায় জোরালো ভূমিকম্প কাড়ল ৬ প্রাণ, তীব্রতা ৬.৩ https://ift.tt/2WRBeWI - MAS News bengali

বছর শেষে ক্রোয়েশিয়ায় জোরালো ভূমিকম্প কাড়ল ৬ প্রাণ, তীব্রতা ৬.৩ https://ift.tt/2WRBeWI

এই সময় ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থা হল মধ্য ক্রোয়েশিয়ায়। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে যে এমন জোরালো ভাবে একই অঞ্চলে আঘাত হানতে পারে, কারও ধারণাতেই ছিল না। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িঘর। আতঙ্কিত লোকজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। সংবাদ সংস্থা সূত্রে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতের সংখ্যা কয়েক ডজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমকম্প প্রবণ দেশ হলেও এতো বড় মাপের কম্পন এর আগে কখনও হয়নি এই দেশে। ১৯৯০ সালে একবার বড় ভূমিকম্প হয়েছিল। তার পরে আর তেমন ভূমিকম্প দেখা যায়নি এই ছোট্ট দেশটিতে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানাচ্ছে, মঙ্গলবার আঘাত হানা এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। উত্‍‌সস্থল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কম্পনের আঘাতে পেট্রিঞ্জা শহর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারই এই শহরে ৫.২ তীব্রতার ভূমিকম্প আঘাত হনেছিল। এই পেট্রিঞ্জা শহরে ২৫ হাজার লোকের বাস। এখনও পর্যন্ত বছর ১২-র এক কিশোরীর মৃত্যুর কথা জানা গিয়েছে। বাকি ৫ জন মারা গিয়েছেন এই শহর লাগোয়া এক গ্রামে। ক্রোয়েশিয়ার HRT টেলিভিশনে এই ছ'জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কমপক্ষে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও অনেকের খোঁজ মিলছে না। ফলে, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এনওয়ান নিউজ চ্যানেলের ফুটেজে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত এক শিশু এবং এক ব্যক্তিকে টেনে বের করে আনতে দেখা গিয়েছে। ক্রোয়েশিয়ার প্রতিবেশী বসনিয়া, সার্বিয়া ছাড়াও আরও দূরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এমনকী ইতালিতেও কম্পন অনুভূত হয়েছে। পেট্রিঞ্জা শহরে উদ্ধারকাজে সেনার সাহায্য চাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে প্রাণের খোঁজ চলছে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী পেট্রিঞ্জা শহরের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি জানান, সাহায্যের জন্য সেনাবাহিনী সেখানে আছে। শহরটি এই মুহূর্তে নিরাপদ নয় বলেই মনে করছে ক্রোয়েশিয়া সরকার। যে কারণে কিছু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আরও পড়ুন: মেয়র দারিনকো দুম্বোভিক জানিয়েছেন, হিরোশিমার মতো কাঁপছিল আমার শহর। তিনি দাবি করেন অর্ধেক শহর একেবারে গুঁড়িয়ে গিয়েছে। অধিকাংশ বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজে বাহিনী পাঠানো হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমে পড়েছে সেনা। ৫০০টি অস্থায়ী ক্যাম্প করে সেখানে শহরের বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অবস্থা শহরের বাসিন্দাদের। আরও পড়ুন: এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2MmhoRD
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads