Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aKuDFO
শুভেন্দুর নামে ₹৭২৫ কোটির দুর্নীতির অভিযোগ https://ift.tt/2WJRlpc
এই সময় ডিজিটাল ডেস্ক: অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার দিনই 'তোলাবাজ ভাইপো'কে হাঠানোর শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দুর বিরুদ্ধেই এ বার কয়েক'শো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। যদিও, বিজেপি এসব গায়ে মাখতে নারাজ। রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্য সভায় জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর, বিধায়ক অখিল গিরি শনিবার সরাসরি শুভেন্দুর নাম না করেই বলেন, 'শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।'শুভেন্দুর বিরুদ্ধে আরও নানা অভিযোগে এনেছেন অখিল গিরি। শুভেন্দুর উদ্দেশে তাঁর কটাক্ষ, 'অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছ। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে।' বিজেপির সংবর্ধনা সভায় শুভেন্দু শনিবার মন্তব্য করেন, '২১ বছর ধরে এই পার্টিটা (তৃণমূল) করেছি, এটা ভাবতেই লজ্জা করছে।' শুভেন্দুর এই মন্তব্যের রেশ ধরেই অখিল বলেন, 'তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দল তোমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছ।' দলবদলু শুভেন্দুকে চ্যালেঞ্জও জানান অখিল। 'নাম আমি ধরতে চাই না। তবে তোমাকে চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রাম নয়, দক্ষিণ কাঁথি থেকে দাঁড়াও। যদি তুমি জিততে পার, বুঝব তোমার অনেক ক্ষমতা।' এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রটি 'অধিকারী গড়' হিসেবেই পরিচিত। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিব্যেন্দু অধিকারীও এই কেন্দ্র থেকে প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। গতবার ভোটে এই কেন্দ্রে জেতেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপিতে যাওয়ার দিন থেকে শুভেন্দু নিজেকে 'সত্' প্রমাণে মরিয়া হয়ে ওঠেন। নিজে সাধু হয়ে পুরনো দল ও সরকার সম্পর্কে অনিয়ম, দুর্নীতির অভিযোগ আনেন। আক্রমণের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের নাম না করেই 'তোলাবাজ ভাইপো' হিসেবে দেগে দেন। শনিবারই প্রথম তৃণমূলের মঞ্চ থেকে পালটা শুভেন্দুর দিকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা হল। বিজেপির বক্তব্য, 'শুভেন্দুকে কৌশলে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।' বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, 'শুভেন্দু তো তৃণমূল সরকারেরই পরিবহণ মন্ত্রী ছিলেন। এতদিন ওই দফতরের কেলেঙ্কারি সামনে এল না। এখন শুভেন্দু বিজেপিতে আসতেই সব বেরোচ্ছে! বোঝাই যাচ্ছে এ সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।' বিজেপিতে যোগ দেওয়ার আগেই রাজ্যপালের কাছে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। অখিলের মন্তব্যের প্রেক্ষিতে সেই মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসানোর অভিযোগই করছে বিজেপি। তৃণমূল এবং বিজেপির কর্মসূচি ঘিরে গত কয়েক দিন ধরে উত্তপ্ত রামনগর। বিজেপি কর্মীরা রামনগর কলেজের সামনে টিএমসিপি কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছিল দু'দিন আগে। তারই প্রতিবাদে এ দিন রামনগর কলেজের সামনে সভা করে টিএমসিপি। এদিকে, শুভেন্দু বিদায়ের পর গুরুত্ব বেড়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রের। পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছেন। প্রচারে নেমে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। এ দিন পানিহাটিতে তৃণমূলের এক সভায় স্বমেজাজে ছিলেন এই প্রবীণ নেতা। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, 'শুভেন্দু কোনও বাঘ নয়, কাগুজে বাঘ। ক্ষমতার অপব্যবহার করেছন। কিন্তু দলকে পালটা ফেরত দেননি।' মদন মিত্রের দাবি, বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব। না হলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব। নন্দীগ্রাম প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আমি পার্টি নেতৃত্বকে বলব নন্দীগ্রামে দাঁড়াতে চাই।' এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aKuDFO
Previous article
Next article
Leave Comments
Post a Comment