আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১, ফের ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা? https://ift.tt/73t9YCu - MAS News bengali

আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১, ফের ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা? https://ift.tt/73t9YCu

ফের ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা? আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থীর সভাস্থলের বাইরে একটি সিকিউরিটি চেকপয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এক সন্দেহভাজনকে। নেভাদার বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি হ্যান্ডগান এবং আরও কিছু কার্তুজ। তবে ওই ব্যক্তিকে আদালত হাজির করানো হলে বিচারক তাঁকে পাঁচ হাজার ডলারের বিনিময়ে জামিনে মুক্তি দেন। সূত্রের খবর, ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। তাঁর কালো রঙের SUV গাড়িটিকে পূর্ব লস অ্যাঞ্জেলসের কোয়েচল্লার কাছে আটকায় রিভারসাইড কাউন্টি শেরিফের দপ্তরের কর্মীরা। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় কোনও ব্যাঘাত ঘটেনি। আমেরিকার সিক্রেট সার্ভিস, FBI এবং মার্কিন অ্যাটর্নি কার্যালয় যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। রিপাবলিকানদের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকে একাধিকবার তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা চলেছে। পেনসিলভ্যানিয়ার সভায় আততায়ীর বুলেট ট্রাম্পের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। মঞ্চেই ঝরঝর করে রক্ত গড়িয়ে পড়তে দেখা গিয়েছিল ট্রাম্পের কান বেয়ে। সেই দৃশ্য সম্ভবত আজীবন মনে রেখে দেবে আমেরিকাবাসী। ভোটের কারবারীদের অনেকেই মনে করছেন, এই ছবিই ভোটের প্রচারে 'ট্রাম্প-কার্ড'। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর একের পর এক হামলার ঘটনা কি 'ভিক্টিম কার্ড' খেলা? কিছুটা হলেও তাই চিন্তিত ডেমোক্র্যাট শিবিরের একাংশ। যেখানে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের প্রতি সমর্থনের জোয়ার, সেখানে 'ভিক্টিম কার্ড' খেলে ট্রাম্প এগিয়ে যাবেন না তো? আবার আন্তর্জাতিক বিশ্লেষকদের অপর একটি অংশ মনে করছে, 'ব্যালট বিপদ' আঁচ করে তাই ফের 'প্রাণঘাতী হামলা'-র এই চিত্রনাট্য রচনা করে ফেলেছেন রিপাব্লিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী।


from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/vme5O3X
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads