Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Dr1WpaA
কোন অঙ্কে সেমিতে যেতে পারে ভারতের মহিলা দল https://ift.tt/14Dmvh2

অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে বিশ্বকাপের যাত্রা কঠিন করেছে টিম ইন্ডিয়া। মেয়েদের টি২০ বিশ্বকাপের গ্রুপস্তর থেকে ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে ভারতের। এই পরিস্থিতিতে সেমিতে যেতে গেল অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে শুধু তাকিয়ে থাকাই নয়, ভারতকে অঙ্কের দিকে নজর দিতে হবে। বিশেষ করে নেট রান রেটের দিকে। কোন অঙ্ক রয়েছে ভারতের সামনেগ্রুপস্তরে ভারতের সামনে আর ম্যাচ নেই। প্রতিটা ম্যাচ খেলে ফেলেছে তারা। চারটের মধ্যে দুটোতে জয় ও হারের মুখ দেখেছে। ভারতের গ্রুপে বাকি আর একটা ম্যাচ। পাকিস্তান খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের ফলের উপর নির্ভর করবে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় স্থানে কোন দল যাবে সেমিফাইনালে।পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচে জিততে হবে পাকিস্তানকে। তবে শুধু জিতলেই হবে না। পাকিস্তান যদি ৫৫ বল হাতে রেখে ৪৭ রানের কমে জিতে যায় তাহলে ভারত পরের রাউন্ডে যাবে। এই ম্যাচের ফল অন্যকিছু হলে ভারতের কাছে আর রাস্তা খোলা থাকবে না।পাকিস্তানের সুযোগফাতিমা সানারা যদি নিউ জ়িল্যান্ডকে হারাতে পারে তাহলে তাদের কাছে সুযোগ রয়েছে সেমিতে যাওয়ার। সেক্ষেত্রে তাদের জিততে হবে ৪৭ থেকে ৬০ রানের মধ্যে (যদি তারা প্রথমে ব্যাটিং করে)। যদি পাকিস্তান রান তাড়া করে তাদের ম্যাচটা জিততে হবে ১০.৩ বা ১০.৪ ওভারের মধ্যে। নিউ জ়িল্যান্ড যদি জেতে বা ম্যাচের যদি কোনও ফল না বেরোয় তাহলে ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাবে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/Dr1WpaA
Leave Comments
Post a Comment