Ajker Bengali Khabar - Eisamay
Bangla News
Bengali News
Live Bengali News
বাংলা নিউজ
বাংলায় সর্বশেষ খবর
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/2YPsKAN
ত্রাতা সেই হার্দিক, টি-২০ সিরিজে সিলমোহর টিম ইন্ডিয়ার https://ift.tt/BXw0r6W

রবিবার (২৮ জুলাই) ভারতীয় ক্রিকেট দলের কাছে ভালো-মন্দয় মিশিয়ে কাটল। বিকেলবেলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ উইকেটে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। আশা ছিল, সন্ধ্যাবেলা সূর্যকুমার যাদবের দল কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাতে পারবে। শেষপর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বৃষ্টির কারণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ৮ ওভারে ৭৮ রান দরকার ছিল। যশস্বী জয়সওয়াল (১৫ বলে ৩০ রান) টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য নিজের সেরাটা উজাড় করে দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (১২ বলে ২৬ রান)। শেষপর্যন্ত টিম ইন্ডিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল। সেইসঙ্গে চলতি সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-০ ব্যবধানে এগিয়ে গেল।এই ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট দল শেষ পাঁচ ওভারে মোট সাতটি উইকেট হারায় এবং শেষ পর্যন্ত ১৬১ রানে লঙ্কার রথ থেমে যায়। অনেকেই আশা করেছিলেন যে এই রান আশালঙ্কাদের জয়ের জন্য পর্যাপ্ত হতে পারে। কিন্তু টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং পারফরম্যান্স করে, সেদিকেও সকলের নজর ছিল। কুশল পেরেরা এবং কামিন্দু মেন্ডিস যখন পার্টনারশিপ গড়ে তুলছিলেন, সেইসময় অনেকেই আশা করেছিলেন যে শ্রীলঙ্কার স্কোর ১৭৫-এর বেশিই হবে। তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, ততই বিষ্ণোই, হার্দিক, আর্শদীপ এবং অক্ষর যাবতীয় হিসেব বদলে দেন। শেষ ৩০ বলে আয়োজক দেশ সাত উইকেট হারিয়ে মাত্র ৩১ রান করতে পারে।এবার ভারতের বোলিং পারফরম্যান্সের কথায় আসা যাক। উইকেটের চরিত্র অনুসারে সূর্যকুমার যাদব ভারতীয় বোলারদের বেশ ভালোই ব্যবহার করলেন। পরাগ, বিষ্ণোই এবং অক্ষর নিজেদের কোটার ওভার পূর্ণ করেন। ভারতের এই তিন বোলার সম্মিলিতভাবে ১২ ওভারে ৮৬ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন। নতুন বল হাতে পাথুম নিশঙ্কার বিরুদ্ধে যথেষ্ট স্ট্রাগল করলেন সিরাজ। বল হাতে হার্দিকের পারফরম্যান্স মধ্যমানের ছিল। তবে ভারতীয় সিমারদের মধ্যে আলাদা নজর কাড়লেন আর্শদীপ। যদিও এই তিনজনের মধ্যে কেউই নিজের কোটার ওভার পূরণ করতে পারেননি। এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। এই ম্যাচে চোটের কারণে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়নি। তাঁর বদলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। কিন্তু, শুরুতেই বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ খেলা স্থগিত রাখতে হয়। এরপর ডাকওয়ার্থ লুইস নিয়মে বদলে যায় টিম ইন্ডিয়ার টার্গেট। ভারতের সামনে ৮ ওভারে ৭৮ রানের টার্গেট দাঁড়ায়। এই ম্যাচে আরও একবার হতাশ করলেন সঞ্জু স্যামসন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে তাঁকে ফিরতে হয়। এরপর টিম ইন্ডিয়ার সামনে 'বল দেখো, বল মারো' ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। সেই কাজটাই করলেন টিম ইন্ডিয়ার অপর ওপেনার যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। যশস্বী এই ম্যাচে ১৫ বলে তিনটে বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়ে মোট ৩০ রান করেন। স্ট্রাইক রেট ২০০। অন্যদিকে, সূর্য ১২ বলে চারটে বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়ে ২৬ রান করলেন। স্ট্রাইক রেট ২১৬। তবে শেষবেলায় ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র ৯ বলে তাঁর ব্যাট থেকে ২২ রান বেরিয়ে আসে। তিনি তিনটে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। শেষপর্যন্ত ৯ বল বাকি থাকতেই সহজ জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে অধিনায়ক সূর্য এবং কোচ গম্ভীরের যুগলবন্দীতে টিম ইন্ডিয়ায় এক নয়া যুগের সূচনা হল, তা বলা যেতেই পারে।
from Bengali News, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর, Live Bengali News, Bangla News, Ajker Bengali Khabar - Eisamay https://ift.tt/2YPsKAN
Previous article
Next article
Leave Comments
Post a Comment