Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/x534ZHj
আনন্দে ডগমগ টিম ইন্ডিয়া, পাকিস্তানকে হারিয়ে কী বললেন রোহিত? https://ift.tt/MIQ401G
ডারবান থেকে মেলবোর্ন, আর এবার নয়া ভেন্যু নিউ ইয়র্ক। ভারতীয় ক্রিকেট দলের সামনে পাকিস্তানকে বরাবরই দিশেহারা দেখিয়েছে। টি-২০ বিশ্বকাপের রোমাঞ্চকর থ্রিলারে টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬ রানে পরাস্ত করেছে। এটা চলতি বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ ছিল। এই ম্যাচে রোহিতরা জিততে না জিততেই টিম ইন্ডিয়ার উচ্ছ্বাসের বাঁধ কার্যত ভেঙে যায়।ম্যাচের শেষে বললেন, 'আমরা খুব একটা ভালো ব্যাটিং করতে পারিনি। এই ম্যাচে আমরা অন্তত ১৫-২০ রান কম করেছিলাম। ভেবেছিলাম যে প্রথমে ব্যাট করতে নেমে দলের রানটা ১৪০ পর্যন্ত তুলে নিয়ে যেতে পারব। কিন্তু, আমাদের বোলাররা সেই অভাবটা পূরণ করে দিয়েছে।' প্রসঙ্গত, এই জয়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সামনে সুপার এইটের রাস্তা যে একপ্রকার সাফ হয়েই গেল, তা বলা যেতে পারে। অন্যদিকে চলতি বিশ্বকাপ থেকে বিদায়ের পথে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১১৯ রান করেছিল। এরপর ভারতের দাপুটে বোলিংয়ের সামনে পাকিস্তান এই টার্গেট স্পর্শ করতে পারেনি। এই নিয়ে তারা টানা দ্বিতীয় ম্যাচ হারল।রোহিতের কথায়, 'এই দলটা শেষপর্যন্ত লড়াই করতে জানে। হাতে মাত্র ১১৯ রান নিয়ে আমরা ভেবেছিলাম যে শুরুতেই কয়েকটা উইকেট শিকার করতে পারব। কিন্তু, তা পারিনি। তবে ম্যাচটা যখন মাঝপথে এসে দাঁড়িয়েছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই ম্যাচটা যে কোনও মূল্যে জিতব। দলের প্রত্যেকের ছোট ছোট অবদানই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।'এই ম্যাচে জসপ্রীত বুমরাহের হাতে সেরার খেতাব তুলে দেওয়া হয়েছে। তিনি চার ওভারে ১৪ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন। জসপ্রীতের প্রশংসা করতে গিয়ে রোহিত আরও যোগ করলেন, 'যত দিন যাচ্ছে, বুমরাহের বোলিং পারফরম্যান্স আরও শানিত হচ্ছে। ওকে নিয়ে খুব বেশি কথা আমার বলার দরকার নেই। তবে আশা করব, বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ও এই মানসিকতা নিয়েই বল করবে। বোলার হিসেবে ও এককথায় জিনিয়াস।'টিম ইন্ডিয়ার এই জয়ের পর ভারতীয় সমর্থকরাও যে যথেষ্ট খুশি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এই জয়ের পাশাপাশি ফ্যানেদেরও আলাদা করে প্রশংসা করলেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের কথায়, 'আমাদের দলের সমর্থকরা এককথায় অসাধারণ। আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন, ওরা কখনই হতাশ করে না। অসংখ্য সমর্থক খেলা দেখতে আসেন এবং আমাদের সাপোর্ট করেন। আজ ওরা হাসিমুখে বাড়ি ফিরতে পাবে। তবে এটা সবে টুর্নামেন্টের শুরু। আমাদের আরও অনেকটা পথ যেতে হবে।'
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/x534ZHj
Previous article
Next article
Leave Comments
Post a Comment