Ajker Bangla Khabar - Eisamay
Bangla News
Bengali News
টি-২০ বিশ্বকাপ
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/KJAdVGY
মোদীকে স্ট্যান্ডিং ওভেশন দেননি গড়কড়ি? জানুন সত্যিটা https://ift.tt/bNBGsvM
৭ জুন সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত হয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (NDA) সভা। উপস্থিত নেতারা সর্বসম্মতিক্রমে নরেন্দ্র মোদীকে জোটের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় ৯ জুন টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।সেই বৈঠকের পরে, একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় নরেন্দ্র মোদীকে সবাই যখন স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিলেন তখন নীতিন গড়করি উঠে দাঁড়াননি। সংবাদ সংস্থা ফ্যাক্ট ক্রেসেন্ডো ভিডিয়োটির করে জানতে পারে সেটি আসলে ভুয়ো।
কী ভাবে করা হল ফ্যাক্ট চেক?
ফ্যাক্ট ক্রেসেন্ডো ইউটিউবে একটি কি ওয়ার্ড সার্চ করে। ফলস্বরূপ ফ্যাক্ট ক্রেসেন্ডো একটি সংবাদ সংস্থার আপলোড করা একটি ভিডিয়ো খুঁজে পায়। ভিডিয়োটির ক্যাপশনে লেখা, 'লাইভ: এনডিএ পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী| এনডিএ বৈঠক | সংসদ | দিল্লি'। ভিডিয়োটি ৭ জুন লাইভ স্ট্রিম করা হয়েছিল। ভিডিয়োতে, ফ্যাক্ট ক্রেসেন্ডো নির্মলা সীতারামনের সঙ্গে বসে থাকা নীতিন গড়করিকে দেখতে পায়। টাইম লাইন ২৫:৪৫-এ নরেন্দ্র মোদীকে হলে প্রবেশ করতে দেখা যায়। এরপর হলের সকল সদস্য তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেন। ২৫:৫৭ মিনিটে নীতিন গড়করিকেও নরেন্দ্র মোদীকে দাঁড়িয়ে অভিবাদন দিতে দেখা যায়। গোটা ভিডিয়োতে একধিকবার নীতীন গড়কড়িকে হাততালি দিতে দেখা গিয়েছে। বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও একই ভিডিয়ো আপলোড করা হয়েছে। এর থেকে বোঝা যায়, ভিডিয়ো ক্লিপটি মিথ্যা দাবি নিয়ে ভাইরাল হয়েছে।কী সিদ্ধান্ত নিল ফ্যাক্ট ক্রেসেন্ডো?
ভিডিয়োটির ফ্যাক্ট চেক করে ফ্যাক্ট ক্রেসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভাইরাল ভিডিয়োটি মিথ্যা দাবি নিয়ে প্রচার করা হচ্ছে। আসলে নরেন্দ্র মোদীকে স্ট্যান্ডিং ওভেশনই দিয়েছিলেন।(This story was originally published by and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)from Bengali News, বাংলা নিউজ, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/KJAdVGY
Previous article
Next article
Leave Comments
Post a Comment