৪ বছরের পুরনো ভিডিয়ো ভুয়ো দাবি সহ ভাইরাল, জানুন আসল ঘটনা https://ift.tt/EJKmpAR - MAS News bengali

৪ বছরের পুরনো ভিডিয়ো ভুয়ো দাবি সহ ভাইরাল, জানুন আসল ঘটনা https://ift.tt/EJKmpAR

কংগ্রেস ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহালক্ষ্মী প্রকল্পের অধীনে প্রতি দরিদ্র পরিবারের একজন মহিলাকে বার্ষিক ১ লাখ টাকা অর্থাৎ প্রতি মাসে প্রায় ৮,৫০০ টাকা প্রদান করবে। ৪ জুন নির্বাচনের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে কংগ্রেস প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে এবং এনডিএ তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করেছে। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় মহিলাদের দীর্ঘ লাইনের একটি শেয়ার করা হচ্ছে এবং দাবি করে যে ওই মহিলারা কংগ্রেসের মহালক্ষ্মী প্রকল্পের অধীনে ৮,৫০০ টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন।ভিডিয়োর ক্যাপশনে লেখা, ', এই ভিক্ষুকদের ৮,৫০০ দিন, রোদে মারছেন কেন, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, সর্বশক্তি দিয়ে তা পূরণ করুন।' ভিয়িডোটি নজরে আসার পর সেটির করে সংবাদমাধ্যম নিউজ চেকার। ভিডিয়োতে দেখা যায়, সমস্ত মহিলা একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পৃথক বৃত্তে দাঁড়িয়ে আছেন। কারণ করোনার সময় এমন একটি নিয়ম অনুসরণ করা হত। তাই ভাইরাল ভিডিয়োটি সাম্প্রতিক কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।এবার নিউজ চেকার ভিডিয়োর মূল ফ্রেমগুলির একটি গুগল রিভার্স ইমেজ সার্চ করে। তাতে ১৭ এপ্রিল ২০২০ তারিখে আর বি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিয়োটি পাওয়া যায়। তার থেকে বোঝা যায় যে ভিডিয়োটি সাম্প্রতিক নয়। ওই ভিডিয়োর ক্যাপশনে মুজাফফরনগরের গান্ধী কলোনিতে মুসলিম মহিলাদের লাইন বলে উল্লেখ করা হয়েছে। ভিডিওর শুরুতে ব্যাঙ্ক অফ বরোদা লেখা দেখা যাচ্ছে এবং সারি বরাবর বিভিন্ন জায়গায় মুজাফফরনগর লেখা দেখা যাচ্ছে। এর পর নিউজ চেকার গুগলে এই সম্পর্কিত কি ওয়ার্ড সার্চ করে। ২০ এপ্রিল ২০২০ তারিখে একটি সংবাদমাধ্যমে প্রকাশিক একটি রিপোর্ট পায়। সেই প্রতিবেদনে বলা হয় যে এই ভিডিয়োটি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ব্যাঙ্ক অফ বরোদার বাইরে ভিড় যেখানে মানুষ তাদের জন ধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে এসেছিলেন। এই সমস্ত বিষয় থেকেই নিউজ চেকার এই সিদ্ধান্তে উপনীত হয় যে ভাইরাল ভিডিয়োটি চার বছরের পুরনো, এবং এই ভিডিয়োর মাধ্যমে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।(This story was originally published by and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)


from Bengali News, বাংলা নিউজ, Read Latest Bengali News, টি-২০ বিশ্বকাপ, Bangla News, Ajker Bangla Khabar - Eisamay https://ift.tt/6nHbJGB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads