ফ্যান্টাসি পোল! এগজ়িট হবে নমোরই, দাবি 'ইন্ডিয়া' জোটের https://ift.tt/bqw9OHJ - MAS News bengali

ফ্যান্টাসি পোল! এগজ়িট হবে নমোরই, দাবি 'ইন্ডিয়া' জোটের https://ift.tt/bqw9OHJ

এই সময়, নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছে বলে যতই দাবি করা হোক না-কেন, এই সব রিপোর্টকে সার্বিকভাবেই উড়িয়ে দিচ্ছে 'ইন্ডিয়া' শিবির। এমনিতে বুথ ফেরত সমীক্ষার ফল অতীতেও না-মেলা, এমনকী সম্পূর্ণ উল্টো ফলাফলের নজির বহু আছে। সমীক্ষাকারী সংস্থাগুলিও জানিয়েছে, এই এগজ়িট পোল থেকে ভোটারদের মনোভাবের একটা আঁচ পাওয়া যেতে পারে, তা কখনওই সম্পূর্ণ বাস্তব চিত্র তুলে ধরে না। কিন্তু 'ইন্ডিয়া' শিবিরের স্পষ্ট বক্তব্য, বুথ ফেরত সমীক্ষার এই রিপোর্ট একেবারেই হাস্যকর, তা কোনওভাবেই ভোটারদের মনোভাবের চিত্র তুলে ধরছে না। থেকে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে রেবন্ত রেড্ডির মতো বিরোধী জোটের নেতারা এই বুথ ফেরত সমীক্ষার কোনওটিকেই গুরুত্ব দিতে রাজি নন।শনিবার 'ইন্ডিয়া'র বৈঠকের পরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছিলেন, তাঁদের হিসেব অনুযায়ী বিরোধী জোট সব মিলিয়ে অন্তত ২৯৫টি আসন পাচ্ছেই, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থাকবে তাঁদের হাতেই। রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও একধাপ এগিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন, 'এটা এগজ়িট পোল নয়, এটা মোদী পোল-মোদী মিডিয়া পোল! ফ্যান্টাসি পোল৷' তাহলে তাঁর মতে 'ইন্ডিয়া' জোট কতগুলি আসন পেতে পারে? রাহুলের জবাব, 'সিধু মুসেওয়ালার একটা গান আছে ২৯৫৷ আমরা ২৯৫টি আসন পাব৷' সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন তিহাড় জেলে আত্মসমর্পণের আগে আপ-সুপ্রিমো কেজরিওয়ালের প্রশ্ন, 'ভোটের ফল ঘোষণার মাত্র তিনদিন আগে এই ফেক পোল করানোর কী দরকার ছিল বিজেপির?'কেন এই এগজ়িট পোলকে একেবারেই বিশ্বাস করতে রাজি নন বিরোধীরা, তার ব্যাখ্যাও দিয়েছেন 'ইন্ডিয়া'র একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, 'আমি অন্য রাজ্যের ব্যাপারে বিশদে বলতে পারব না। তবে এইটুকু বুঝি, অখিলেশরা (উত্তরপ্রদেশে) ভালো করবে, তেজস্বীরা (বিহারে) ভালো করবে, স্ট্যালিনরা (তামিলনাড়ুতে) ভালো করবে, উদ্ধবরা (মহারাষ্ট্রে) ভালো করবে। যেখানে আঞ্চলিক দলগুলি রয়েছে, তারা ভালো করবে বলে আমার বিশ্বাস। যে-ই ক্ষমতায় আসুক না কেন, খুব বেশি মেজিরিটি নিয়ে আসতে পারবে না।' অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় যেভাবে বিজেপি শিবির ৩৫০-৪০০ সিট পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে, তেমনটা হবে না বলেই বিশ্বাস মমতার। আপ সাংসদ সঞ্জয় সিংয়ের যুক্তি, 'এই এগজ়িট পোল বিজেপি অফিসেই তৈরি হয়েছে৷ তামিলনাড়ুতে বিজেপির ৩৪ শতাংশ ভোট শেয়ার, পাঞ্জাবে আপের মাত্র দু'টি আসন প্রাপ্তি-এমন সব তথ্যে ভরা এই এগজ়িট পোল নিয়ে লোক হাসছে৷' তিনি আবার ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তথ্য তুলে ধরে বলেছেন, সেবার বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছিল বাংলায় ক্ষমতা দখল করবে বিজেপি৷ বাস্তবে মাত্র ৭৭টি আসন পেয়েছিল তারা৷ এগজ়িট পোলে তো বটেই, এমনকী তার আগে মোদী-অমিত শাহরাও দাবি করেছিলেন, এবার দক্ষিণ ভারতে অপ্রত্যাশিত ভালো রেজ়াল্ট করবে বিজেপি। তবে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁর রাজ্যের পরিসংখ্যান দিয়ে এদিন পাল্টা বলেছেন, সেখানকার ১৭টি সিটের মধ্যে অন্তত ১০টি পাবে কংগ্রেস।সমাজবাদী পার্টি-সুপ্রিমো অখিলেশ যাদবের ব্যাখ্যা, 'ক্রোনোলজিটা বুঝতে হবে। বিরোধীরা প্রথমেই বলেছিল, বিজেপি ৩০০-র বেশি আসন পাবে বলে দেখানো হবে, যাতে কারচুপির সুযোগ পাওয়া যায়।...এই বুথফেরত সমীক্ষাকে সামনে রেখে সোমবারের শেয়ারবাজারের লাভের গুড় ঘরে তুলতে চায় বিজেপি।'এর পাশাপাশি আরও কিছু প্রশ্নও তুলছে বিরোধীরা। যেমন-একটি সমীক্ষায় রাজস্থানে এনডিএ জোট ৩৩টি সিট পাবে বলে দাবি করা হলেও বাস্তবে সেখানে আসনসংখ্যাই ২৫। আবার অন্য একটি সংস্থার সমীক্ষায় হিমাচলে বিজেপি ৬-৮টি সিট পেতে পারে বলে দাবি করা হলেও সেখানে মাত্র ৪টি সিট রয়েছে।প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, 'এই ধরনের এগজ়িট পোল আমাদের গণতন্ত্রের জন্য কলঙ্কের৷ যিনি এই এগজ়িট পোল করিয়েছেন, তাঁর এগজ়িট নিশ্চিত ৪ জুন৷ এই ধরনের পোলকে নিষিদ্ধ করা উচিত৷' নয়াদিল্লি লোকসভা আসনের আপ প্রার্থী সোমনাথ ভারতীর দাবি, 'প্রধানমন্ত্রী মোদী তৃতীয়বার ক্ষমতায় বসলে নিজের মাথা মুণ্ডন করে ফেলব৷ আমার কথা লিখে রাখুন৷'ভোটকুশলী প্রশান্ত কিশোরও এদিন এগজ়িট পোল নিয়ে মুখ খুলেছেন। তাঁর কটাক্ষ, 'পরের বার রাজনীতি ও নির্বাচনের প্রসঙ্গ উঠলে জাল সাংবাদিকদের বিশ্লেষণ এবং অর্থহীন আলোচনা, বড় বড় কথা বলা নেতা এবং সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের বিশ্লেষণে সময় নষ্ট করবেন না৷'


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/uLARVwC
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads