তিন মাসে উদ্ধার ৪৪২ কোটি, কত টাকার মদ বাজেয়াপ্ত করল কমিশন? https://ift.tt/54C2ncE - MAS News bengali

তিন মাসে উদ্ধার ৪৪২ কোটি, কত টাকার মদ বাজেয়াপ্ত করল কমিশন? https://ift.tt/54C2ncE

সমাপ্ত হল দেশের লোকসভা নির্বাচন। শেষ দফায় রাজ্যে নয়টি কেন্দ্রে ছিল নির্বাচন। কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া বাংলায় সপ্তম দফায় নির্বিঘ্নেই ভোট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে, ভোট শেষে কমিশন জানিয়ে দিল, নির্বাচনী আচরণবিধি লাগু হওয়া থেকে কত নগদ অর্থ, মাদক দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে বাংলা থেকে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, নগদ, মাদক সহ নানা বেহিসাবি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, তার আর্থিক মূল্য ৪৪২.৫১ কোটি টাকা। নগদ অর্থ ছাড়াও মাদক দ্রব্য, মদ, দামী ধাতুর তৈরি জিনিস, ভোটে সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য যে অর্থ বিলি হয়েছে, সেগুলি বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। গত ১ মার্চ থেকে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু করা হয়েছিল। অর্থাৎ, ১ মার্চ থেকে ১ জুন পর্যন্ত রাজ্যে মোট বাজেয়াপ্ত করা জিনিসের আর্থিক মূল্য ছাড়িয়ে গিয়েছে ৪০০ কোটি টাকা। এর মধ্যে নগদ অর্থ উদ্ধার হয়েছে ৩৫ কোটি টাকা, মদ উদ্ধার হয়েছে ১১১ কোটি টাকার, মাদক দ্রব্য উদ্ধার হয়েছে ৪৭.৭৮ কোটি টাকার, দামী ধাতুর জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে ৭৮.০৬ কোটি টাকার এবং ফ্রিবিস বা জনগণকে ভোটে প্রভাবিত করার জন্য যে অর্থ বিলি হয়েছে, সেই বাজেয়াপ্ত করা অর্থের পরিমাণ ৯২.১৪ কোটি টাকা। এছাড়াও অন্যান্য খাতে আরও ৭৭.৮৩ কোটি উদ্ধার করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি, এই ধরনের বেহিসাবি মাল পাচার রোধ করার ব্যাপারে বাড়তি নজরদারি ছিল কমিশনের। বিভিন্ন জায়গায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নাকা চেকিং চালানো হয়। সেইসব চেকিংয়ের মাধ্যমেই এগুলি উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের গণনা। গোটা রাজ্যে মোট 43 টি গণনা কেন্দ্র রয়েছে। এর জন্য ৪৫ জন ইন্সপেক্টর, ৪৩০ জন এসআই বা এএসআই, ১১৩০ কনস্টেবল , ৩০০ রাজ্যের সশস্ত্র পুলিশ, RAF ৪৪০, ৪০ এসটিআর, সুরক্ষার দায়িত্বে থাকবেন। নির্দেশ দেওয়া হয়েছে তিন জুন সকাল দশটার মধ্যে এই সমস্ত পুলিশ আধিকারিকদের নিজ নিজ জায়গায় পৌঁছে যেতে হবে। গণনাকেন্দ্রেও যাতে কোনওরকম সুরক্ষার ঘাটতি না ঘটে সে ব্যাপারেও কড়া নির্বাচন কমিশন।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/OjgAzhK
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads