Ajker Bangla Khabar
Bangla News
Bengali Khabar
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/7xkp8ve
কীভাবে নিখরচায় দেখবেন টি-২০ বিশ্বকাপ? জেনে নিন এখনই https://ift.tt/VatmX41
হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী জুন মাসের শুরু থেকেই টি-২০ বিশ্বকাপের দামামা বেজে যাবে। ইতিমধ্যেই প্রত্যেকটা দল নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। তবে শুধুমাত্র ২২ গজের লড়াইয়ে এই বিশ্বকাপের আসর সীমাবদ্ধ নেই। এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্বও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে। এবারের টি-২০ বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যুগ্মভাবে আয়োজন করা হচ্ছে। সেকারণে অধিকাংশ ভারতীয় দর্শকের কাছেই টেলিভিশন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ভরসা করতে হবে।ইতিমধ্যে Disney+ Hotstar-এর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই একটি প্রচার অভিযান শুরু করা হয়েছে। প্রচারের ট্যাগলাইন 'Free For All, Har Match Har Ball'। বিষয়টা আসলে কী, সেটাই এবার খোলসা করে নেওয়া যাক। এই প্রসঙ্গে Disney+ Hotstar-এর এক মুখপাত্র জানিয়েছেন, ভারতীয়দের হৃদয়ে ক্রিকেট একটা স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। আমাদের লক্ষ্য, প্রত্যেক ভারতীয় যেন নিখরচায় এই বিশ্বকাপ টুর্নামেন্ট উপভোগ করতে পারেন। এই প্রচার অভিযানের মাধ্যমে আমর বিশ্বকাপ টুর্নামেন্টের আনন্দ দেশের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে দিতে চাই। দেশের প্রত্যেক সমর্থক যাতে নিখরচায় নিজেদের মোবাইল ফোনে এই ম্যাচ উপভোগ করতে পারেন, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, আমাদের এই বিশেষ পদক্ষেপে পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ক্রিকেটের প্রতি ওর আগ্রহ এবং উন্মাদনা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সেকারণেই এই প্রচার অভিযানে কার্তিকের যোগদান আমাদের প্রচেষ্টাকে আরও সাফল্যের দিকে ঠেলে দেবে। অন্যদিকে এই প্রসঙ্গে বললেন, 'ক্রিকেট আমার কাছে আর পাঁচটা সাধারণ খেলার মতো নয়। এটা আমার জীবনের একটা প্যাশন। ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ আমি কার্যত গোগ্রাসে উপভোগ করেছি। আশা করি, ২০২৪ টি-২০ বিশ্বকাপেও টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবে। Disney+ Hotstar-এর সঙ্গে ফের যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। দেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান এবার মোবাইলে নিখরচায় এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবে।' প্রসঙ্গত, এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী ২ জুন আয়োজন করা হয়েছে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আমেরিকা বনাম কানাডা ম্যাচ শুরু হয়ে যাবে। এই টুর্নামেন্টে ২০টি দলের মধ্যে মোট ৫৫টি ম্যাচের আয়োজন করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল আগামী ৫ জুন প্রথম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে। এছাড়া ৯ তারিখ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এই টুর্নামেন্টের ফাইনাল ২৯ জুন আয়োজন করা হবে। ২০১৩ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দল একটাও আইসিসি খেতাব জিততে পারেনি। এবার সেই স্বপ্ন সফল হয় কি না, সেটাই আপাতত দেখার।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/7xkp8ve
Previous article
Next article
Leave Comments
Post a Comment