বৃষ্টিভেজা দিনে সূর্যোদয়, কলকাতা-রাজস্থানের পর প্লেঅফে সানরাইজার্স https://ift.tt/z9Q7FLE - MAS News bengali

বৃষ্টিভেজা দিনে সূর্যোদয়, কলকাতা-রাজস্থানের পর প্লেঅফে সানরাইজার্স https://ift.tt/z9Q7FLE

আশঙ্কা করা হয়েছিল আগেই আর সেটাই হল। চলতি IPL-এ দ্বিতীয় ম্যাচ ভেস্তে গেল। প্রথমে ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ ভেস্তে যাওয়ার পর এবার ও গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচ ভেস্তে গেল। একটাও বল খেলা হল না। আর এই ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে প্লেঅফে প্রবেশ করল সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় দল হিসেবে তারা প্লে অফে প্রবেশ করল। কলকাতা নাইট রাইডার্স ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লেঅফে প্রবেশ করে। এখন তাদের পয়েন্ট ১৯। এরপর দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে লখনউ পরাস্ত হওয়ায় প্লেঅফে প্রবেশ করে রাজস্থান রয়্যালস। তাদের পয়েন্ট ১৬। আর বাকি ছিল দুটো দল। প্লেঅফে প্রবেশের জন্য প্রথম থেকেই এগিয়ে ছিল সানরাইজার্স। তারা বাকি দলগুলোর থেকে সুবিধাজনক জায়গায় ছিল। ফলে তাদের কাছে এটা সহজ হল। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে সানরাইজার্সের পয়েন্ট ছিল ১২ ম্যাচে ১৪। তাদের প্লেঅফে যেতে দরকার ছিল একটা ম্যাচে জয়। সেটা না এলেও ম্যাচ ভেস্তে যাওয়ায় তারা পেল এক পয়েন্ট। ফলে সানরাইজার্সের পয়েন্ট এখন দাঁড়াল ১৩ ম্যাচে ১৫। আরক তারা তৃতীয় দল হিসেবে প্লেঅফে প্রবেশ করল। যদি তারা শেষ ম্যাচটা জিততে পারে তাহলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থেকে শেষ করবে।এদিন আগে থেকেই যে বৃষ্টি হবে সেটার অনুমান ছিল। এবং বৃষ্টি শুরু হয় দুপুর থেকে। সেই বৃষ্টিকে উপেক্ষা করে প্রিয় দলের জয় দেখতে হাজির ছিলেন সমর্থকরা। কারণ বর্তমান ফর্মের দিকে তাকালে সানরাইজার্সের থেকে অনেক পিছিয়ে গুজরাট। এই ম্যাচে তাই জিতে মাঠ ছাড়তে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু বৃষ্টি তাদের আনন্দে বাদ সাধলেও প্লেঅফে প্রবেশ করায় সেই স্বস্তিটা পেলেন সমর্থকরা। ম্যাচ শুরুর যেই সময় ছিল তার কিছুক্ষণ আগে বৃষ্টি কমলেও পরে আবার শুরু হয়। দু'বার টস পিছোতে হয়। আটটা ১৫ মিনিটে ম্যাচ শুরুর কথা থাকলেও সেই বৃষ্টি বন্ধ হয়নি। ফলে আর ম্যাচ শুরু করা যায়নি। সাড়ে ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ম্যাচ শুরুর জন্য। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। বৃষ্টি কমার সময় দিলে মাঠ তৈরি করার সময় দিতে হবে। আর সেটা করতে গেলে ম্যাচ শেষ হতে মধ্যরাত হতো।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Bengali Khabar, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/8zCPntr
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads