Ajker Bangla Khabar
Bangla News
Bengali News
Latest Bengali News - Eisamay
বাংলা নিউজ
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/tDKRg3M
পুরীতে জগন্নাথদেবের চন্দন যাত্রায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৫ https://ift.tt/K3tTzg5
পুরীতে জগন্নাথদেবের চন্দন যাত্রায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বাজি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে একাধিক ভক্ত। বেশ কয়েকজন দগ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণে ১৫-২০ জন আহত হয়েছেন। সামনেই রথযাত্রার বিরাট উৎসব পুরীতে। ইতিমধ্যেই সেজে উঠেছে শ্রীক্ষেত্র। উৎসবের আগেই বাজি বিস্ফোরণের ঘটনা আতঙ্ক। প্রাথমিক তদন্ত থেকে অনুমান, আতসবাজি বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা। বুধবার জগন্নাথদেবের চন্দন যাত্রার জন্য ভক্তরা সকলে জমায়েত করেছিলেন নরেন্দ্র পুষ্করিনী সরোবরে। তাঁদের মধ্যে কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেখান থেকেই বাজির স্তুপের উপর এসে পড়ে আগুনের ফুলকি। সঙ্গে সঙ্গে শুরু হয় বিস্ফোরণ। ঘটনাস্থলে উপস্থিত ভক্তরা অগ্নিদগ্ধ হন। কেউ কেউ আবার প্রাণে বাঁচতে ঝাঁপ দেন সরোবরে। আহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। স্থানীয়রাই অগ্নিদগ্ধদের উদ্ধারে প্রথম ছুটে যান। পুরীর জগন্নাথধামে বাজি বিস্ফোরণে এত জনের আহত হওয়ার খবর দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনা দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। প্রসঙ্গত, পুরীর জগন্না থদেবের মন্দিরের আদলে বাংলাতেও একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীর প্রতি ভ্রমণ পিপাসু রাজ্যবাসীর অন্যতম আকর্ষণ হল সমুদ্রের সঙ্গে জগন্নাথ দেবের দর্শন। তবে অনেকেই নানা কারণে পুরী গিয়ে উঠতে পারেন না। পুরীতে না গিয়েও যাতে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন রাজ্যের মানুষ, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকেই একখণ্ড পুরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘার সমুদ্র সৈকতে গড়ে তোলা হচ্ছে জগন্নাথধাম । দিঘার সমুদ্র সৈকতে ওই মন্দিরের নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। জানা গিয়েছে, ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনে সকলকে উপস্থিত থাকার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, নির্দিষ্ট কোনও তারিখ এখনও জানানো হয়নি। এদিকে আগামী ৭ জুলাই রথযাত্রার উৎসব। প্রতিবছর রথ টানা হয় এখানে। এবারেও তাঁর অন্যথা হবে না। নতুন ভাবে বড় আকারে একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে মন্দির প্রাঙ্গণে। রথযাত্রার আগেই কি দিঘার উদ্বোধন হবে? জল্পনা শুরু হয়েছে।
from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/tDKRg3M
Previous article
Next article
Leave Comments
Post a Comment