‘তৃণমূলের ভোটব্যাঙ্কে চিড় ধরাতে পদ্মের টাকা হাতে’, বিস্ফোরক অভিযোগ মমতার https://ift.tt/EsSGdk6 - MAS News bengali

‘তৃণমূলের ভোটব্যাঙ্কে চিড় ধরাতে পদ্মের টাকা হাতে’, বিস্ফোরক অভিযোগ মমতার https://ift.tt/EsSGdk6

এই সময়: তৃণমূলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে কংগ্রেসকে টাকা দিয়েছে বিজেপি—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেসকে দিয়ে ভোট কাটাকাটি করিয়ে বিজেপি কলকাতা-উত্তর লোকসভা আসনে জয়ী হওয়ার ছক কষেছে বলে তাঁদের কাছে খবর রয়েছে। এমনকী এই প্ল্যান কার্যকর করতে সংখ্যালঘু ও মারোয়াড়ি সম্প্রদায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি এডিটেড ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তৃণমূল নেতৃত্বের কাছে খবর এসেছে। এই পরিস্থিতিতে সংখ্যালঘু ও মারোয়াড়ি সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূলনেত্রী।সোমবার বড়বাজারে কলকাতা-উত্তর লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় মমতা সংখ্যালঘু জনতার উদ্দেশে বলেন, ‘যদি বিজেপিকে হটাতে চান, তা হলে তৃণমূল ছাড়া কিন্তু ইন্ডিয়ার সরকার হবে না। বাংলায় সিপিএম-কংগ্রেস তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে চায়। আপনাদের যদি কোনও কারণে দুঃখ হয়ে থাকে, তা হলে আমাকে দু’টো থাপ্পড় মারুন। কিন্তু মিথ্যা প্রচারে প্রভাবিত হয়ে কংগ্রেসকে ভোট দিয়ে বিজেপিকে জেতাবেন না।’ উত্তর কলকাতায় এবার সুদীপের সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায় ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের ত্রিমুখী লড়াই হচ্ছে। এই লোকসভা কেন্দ্রে বড়বাজার, রাজাবাজার, এন্টালি, বেলগাছিয়া-সহ একাধিক এলাকায় বেশি সংখ্যায় সংখ্যালঘু মানুষ রয়েছেন। পোস্তা, বড়বাজার অঞ্চলে মারোয়াড়ি সম্প্রদায়ের বসবাস রয়েছে। ২০০৯ থেকে সংখ্যালঘু জনতার বড় অংশ জোড়াফুলকে সমর্থন দিয়ে আসছেন। তৃণমূলের এই সংখ্যালঘু সমর্থনের ভিতেই কংগ্রেসকে দিয়ে বিজেপি ফাটল ধরাতে চাইছে বলে মনে করছেন মমতা। কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে ইঙ্গিত মমতা বলেন, ‘আমার কাছে এই খবরও রয়েছে, এখানে বিজেপি-ই কংগ্রেসকে টাকা দিয়েছে। টাকা দিয়ে বলেছে, মুসলিম ভাই-বোনেদের বলো, কংগ্রেসকে ভোট দিতে। বলছে, তৃণমূলকে ভোট দিও না। এই খবর এসেছে আমার কাছে, এর সত্যাসত্য জানি না।’ মমতা প্রশ্ন তুলেছেন, ‘কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, তিনি তো পায়ে হেঁটে চলতে পারেন না। তিনি কী করবেন? ভোট কাটাকাটি করবেন? ফায়দা কী হবে? এখানে কংগ্রেসের কী রয়েছে? কিছুই নেই। সিপিএমের কী আছে? কিছুই নেই।’ যদিও মমতার অভিযোগ সটান উড়িয়ে দিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার সাফ কথা, ‘বিজেপির বিরুদ্ধে কংগ্রেস মতাদর্শের লড়াই লড়ছে, সেখানে আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না। উনি ভিত্তিহীন অভিযোগ করেছেন। অর্থ নিয়ে রাজনীতির বিষয়টি উনিই ভালো জানেন। ব্যক্তি আক্রমণ না করে আয়নায় আগে নিজের মুখ দেখুন।’ মমতা অবশ্য মনে করছেন, গেরুয়া শিবিরের এই ছকের নেপথ্যে তাপস রায়ের হাত রয়েছে। জোড়াফুল থেকে পদ্মফুলে গিয়ে তাপসই এই বিজেপি-কংগ্রেস আঁতাঁত তৈরি করেছেন। তৃণমূলনেত্রীর কথায়, ‘আমার কাছে খবর আছে—বিজেপির মদত নিয়ে এখন কংগ্রেসের পতাকা লাগানো হচ্ছে। বিজেপির যিনি প্রার্থী, এটা তাঁর কাজ। সুদীপদাকে বরবাদ করার জন্য, তিনি করছেন।’ তাঁর সংযোজন, ‘সুদীপদা তৃণমূলের নেতা, ওঁকেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু উনি পার্টি ছাড়েননি। ইডি-সিবিআই ধরেছিল বলে যে বিজেপির হয়ে দাঁড়িয়েছে, সে পার্টি (তৃণমূল) ছেড়ে পালিয়ে গিয়েছে।’ মমতার তোপের মুখে তাপস বলেছেন, ‘আমার কাছে খবর আছে, কংগ্রেস-সিপিএমই বহু দেওয়াল তৃণমূলকে ছেড়ে দিয়েছে। সুদীপের বিরুদ্ধে সিবিআই মামলা রুজু করেছিল। আমার বিরুদ্ধে ইডি কোনও মামলা রুজু করেনি। অতীতে উনি (মমতা) যাঁদের রেলমন্ত্রী করেছেন, এমন লোকেরা ওঁকে ছেড়ে পালিয়ে গিয়েছেন। তৃণমূলের আরও অনেক সাংসদ-মন্ত্রী পালাতে চলেছেন। উনি সেটা নিয়ে বরং ভাবুন।’ তৃণমূল নেতৃত্ব অবশ্য মনে করছেন, মমতার ভাষণের ভিডিয়োর একাংশ (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) এডিট করে সংখ্যালঘু এলাকায় ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রাম-বাম সমীকরণ রয়েছে। তৃণমূলের তরফে রবিবার ফিরহাদ হাকিম ফেসবুকে এনিয়ে দলের তরফে বিশদ ব্যাখ্যা দিয়েছেন। মমতা এ দিন বলেন, ‘একটি ফেক (ভিডিয়ো) ক্লিপিং সংখ্যালঘু, মারোয়াড়িদের মধ্যে দেখানো হচ্ছে। মিথ্যা কথা বলা হচ্ছে। আমি কখনও এই সব কথা বলি না, আপনারা জানেন। এটা কংগ্রেস ও সিপিএমের খেলা।’ বড়বাজারে সুদীপের সমর্থনে জনসভার পর এ দিন দুর্যোগের মধ্যেই বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত রোড-শো করেছেন মমতা।


from Bengali News, বাংলা নিউজ, Bangla News, Ajker Bangla Khabar, Latest Bengali News - Eisamay https://ift.tt/gjJSz4P
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads