East Bengal FC Carles Cuadrat : দল জিতলেও ২ গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে, লাল-হলুদের ডিফেন্স নিয়ে 'বিস্ফোরক' কুয়াদ্রাত https://ift.tt/LHbXifl - MAS News bengali

East Bengal FC Carles Cuadrat : দল জিতলেও ২ গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে, লাল-হলুদের ডিফেন্স নিয়ে 'বিস্ফোরক' কুয়াদ্রাত https://ift.tt/LHbXifl

ম্যাচ শেষ হওয়ার পর যখন সাংবাদিকদের সামনে এলেন ইস্টবেঙ্গল দলের হেড স্যার , তখন তাঁকে দেখে বেশ ফুরফুরে মেজাজ বলেই মনে হচ্ছিল। আর হবে নাই বা কেন? কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচেই তো নিজাম ব্রিগেডকে তাঁর দল ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভুবনেশ্বরে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল।এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন ক্লেইটন সিলভা। এছাড়া জয়সূচক গোলটি করেছেন সাউল ক্রেসপো। আর সেইসঙ্গে লাল-হলুদ দল এই ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে নেয়।তবে একথা সত্যি যে সুপার কাপে প্রথম ম্যাচে জয়লাভ ইস্টবেঙ্গলের সামনে সত্যিই খুব একটা সহজ ছিল না। 'তরুণ' হায়দরাবাদ ফুটবল দলের সামনে তারা ২ বার পিছিয়েও পড়েছিল। কিন্তু, শেষপর্যন্ত ইস্টবেঙ্গল নিজেদের জাত চিনিয়ে দেয় এবং নিজামদের বিরুদ্ধে কষ্টার্জিত জয়লাভ করে।তবে দলের এই হার না মানা মানসিকতার প্রশংসা করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। দলের পারফরম্যান্সকে কুর্নিশও জানালেন তিনি।তিনি বলেন, 'আমাদের এভাবেই ইতিবাচক মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দু'বার গোল হজম করা একেবারেই সহজ নয়। এক্ষেত্রে মানসিকভাবে যথেষ্ট কঠিন হতে হয়। তবে আমাদের ফুটবলারদের মানসিকতা একেবারে স্পষ্ট ছিল যে ম্যাচ থেকে যে কোনও মূল্যে তিনটে পয়েন্ট সংগ্রহ করতেই হবে। এই ম্যাচ যত সামনের দিকে এগিয়েছে, আমরা ততই ধারাবাহিক পারফরম্যান্স করেছি।'কুয়াদ্রাত মনে করেন, ডিফেন্সে দুর্বলতার কারণেই ইস্টবেঙ্গলকে দুটো গোল হজম করতে হয়েছে। গত চারটে ম্য়াচে কলকাতার এই ফুটবল দল নিজেদের ক্লিন শিট বজায় রাখতে পেরেছিল। কিন্তু, এই ম্য়াচে নিজমরা লাল-হলুদ রক্ষণের প্রাচীর ২ বার ভেঙে দেয়।কুয়াদ্রাত যোগ করেন, 'মন্দারের চোট এবং লালচুনুঙ্গার জাতীয় দলে ডাকের কারণে আমাদের রক্ষণভাগে বেশ কয়েকজন নতুন ফুটবলারকে নিয়ে আসতে হয়েছে। ওরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু, কয়েক মুহূর্তের জন্য় মনোঃসংযোগ হারিয়ে ফেলেছিল। আমাদের ডিফেন্স আরও শক্তিশালী করতে হবে।'শেষকালে তিনি বললেন, 'সুপার কাপের মতো টুর্নামেন্ট বিষ্ণুর মতো তরুণ ফুটবলারদের প্রতিভা দেখানোর একটা বড় সুযোগ করে দিয়েছে। মোটের উপর বলতে পারি, এই দল নিয়ে আমি খুব খুশি।'পাশাপাশি এই ম্যাচের জোড়া গোলদাতা ক্লেইটন সিলভার প্রশংসাও শোনা গেল কুয়াদ্রাতের মুখে। এই ম্যাচে ইস্টবেঙ্গল স্ট্রাইকার শুরুতেই গোল করার একটা সুযোগ মিস করলেও, পরে জোড়া গোল করে তা পুষিয়ে দেন। গত তিনটে ম্য়াচে ইস্টবেঙ্গল কোনও গোল করতে পারেনি। অবশেষে দল গোল পেয়েছে এবং ম্যাচও জিতেছে। কুয়াদ্রাতের কাছে এর থেকে বড় আনন্দের খবর আর কীই বা হতে পারে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/EhGYxsB
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads