রনজিতে বিধ্বংসী ব্যাটিং টুয়েলভথ ফেল পরিচালকের ছেলের, চেনেন আপনি? https://ift.tt/j46iD0R - MAS News bengali

রনজিতে বিধ্বংসী ব্যাটিং টুয়েলভথ ফেল পরিচালকের ছেলের, চেনেন আপনি? https://ift.tt/j46iD0R

বিধু বিনোদ চোপড়াকে চেনেন না, এমন সিনেপ্রেমী বোধহয় আমাদের দেশে খুব কমই আছেন। বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে তিনি সিনেমা বানাতে ভালোবাসেন। হালে তাঁর '' সিনেমাটি গোটা দেশজুড়ে রীতিমতো আলোড়ন তৈরি করেছে। পাশাপাশি ক্রিকেট ময়দান থেকেও তাঁর পরিবারে এসেছে একটি খুশির খবর। তাঁর ছেলে চলতি রনজি ট্রফিতে দাপুটে ব্যাটিং করেছেন। তাঁর ব্যাট থেকে কার্যত আগুন বেরিয়েছে, একথা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। এই বছর মিজোরামের হয়ে ডেবিউ করেছেন অগ্নি। আর প্রথম ম্যাচেই তিনি বিপক্ষ বোলাদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন।রিল নয়, একেবারে রিয়েল। মিজোরামের হয়ে খেলতে নেমে অগ্নি অভিষেক ম্যাচেই দুর্দান্ত একটি শতরান হাঁকালেন। যদিও মিজোরাম শেষ পর্যন্ত এই ম্যাচে জিততে পারেনি। সিকিম বাজিমাৎ করে দেয়। তবে সিকিমের বিরুদ্ধে খেলতে নেমে এই ম্য়াচে অগ্নি ১৭৯ বলে ১৬৬ রান করেছেন।সৈয়দ মুস্তাক আলিতেও করেছেন ডেবিউআমেরিকার মিশিগানে জন্মগ্রহণ করেন অগ্নি। তিনি মুম্বই জুনিয়র দলের হয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু, পরবর্তীকালে তিনি মিজোরামের হয়ে খেলা শুরু করেন। ২০২৩ সালে তিনি দেশের উত্তর-পূর্ব রাজ্যের হয়ে ডেবিউ করেছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ছত্তিশগড়ের বিরুদ্ধে ৫ উইকেট শিকার করেছিলেন।লিস্ট এ ডেবিউ হওয়ার মাত্র ১ মাসের মধ্যেই চণ্ডীগড়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছিলেন। সেখানে তিনি অবশ্য ১৫ রান করেছিলেন। এবার তিনি রনজি ট্রফিতে ডেবিউ করলেন। ২৫ বছর বয়সি এই বাঁ-হাতি ব্যাটার গুজরাটের গোকুলভাই সীমাভাই প্যাটেল স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে শতরান করেন।জোড়া ইনিংসেই অব্যাহত অগ্নি'বর্ষণ'এবার ম্যাচের কথায় ফেরা যাক। প্রথমে ব্যাট করতে নেমে সিকিমের ব্যাটাররা মিজোরামের বোলারদের কার্যত কচুকাটা করেছিল। অবশেষে সিকিম ৪৪২ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এর জবাবে মিজোরাম ২১৪ রানেই অলআউট হয়ে যায়। এই ইনিংসে মিজোরামের ৭ ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান। এই পরিস্থিতিতে অগ্নি একাই শেষপর্যন্ত লড়াই করে যান। তিনি ৯২.৭৩ ব্যাটিং গড়ে মোট ১৬৬ রান করেন। ১৭৯ বলে তিনি ১৯টি বাউন্ডারি এবং সাতটি ছক্কা হাঁকান। মিজোরাম অলআউট হওয়ার পর সিকিম ফলোঅন করায়। এবার মোহিত জাংরা শতরান করেন। কিন্তু, অগ্নিও ৯২ রান করেন। মাত্র ৮ রানের জন্য তিনি দ্বিতীয় শতরানটা মিস করে ফেলেন। শেষপর্যন্ত তাঁকে LBW আউট হয়ে ফিরতে হয়। অগ্নি ৭৪ বলে ৯২ রান করেন এবং এই ইনিংসে ১১টি বাউন্ডারি এবং একটা ছক্কা ছিল।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/VRu21pg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads