মাত্র 20 হাজার টাকায় শুরু করুন নিজের ব্যবসা! আয় হবে চাকরির দ্বিগুণ https://ift.tt/Y6cjNxh - MAS News bengali

মাত্র 20 হাজার টাকায় শুরু করুন নিজের ব্যবসা! আয় হবে চাকরির দ্বিগুণ https://ift.tt/Y6cjNxh

অনেকেই বর্তমানে চাকরি করে করে ক্লান্ত হয়ে পড়েছেন। 9- 6 টার এই জীবিকা ছেড়ে বেরিয়ে বড় কিছু করতে চাইছেন বহু মানুষই। এমন কোনও পরিকল্পনা থাকলে এখানে একটি আইডিয়া দেওয়া হল, যে ব্যবসাটি করে কোনও ব্যক্তি মোটা অর্থ উপার্জন করতে পারেন। এমনকি তা হবে চাকরির থেকেও বেশি। খুব কম খরচে এই ব্যবসা শুরু করা যেতে পারে। মাত্র 20 হাজার টাকাতে এই ব্যবসা শুরু করা কোনও কঠিন বিষয়ই না। এছাড়াও আর একটি বড় বিষয় হল, ঘরে বসেও এই ব্যবসা শুরু করা যেতে পারে। ব্যবসার কয়েক সপ্তাহের মধ্যেই উপার্জনও হতে তাকবে।অর্গানিক বেবি প্রোডাক্টের :আজকাল নিরাপদ ও পরিবেশ বান্ধব শিশু পণ্যের চাহিদা বাড়ছে। প্রত্যেক বাবা- মা তাঁদের সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন হন। এমন পরিস্থিতিতে অর্গানিক বেবি প্রোডাক্টের ব্যবসা শুরু করা একটা ভালো আইডিয়া হতে পারে। এক্ষেত্রে উন্নতমানের কাপড়, ত্বকের যত্নের নানা জিনিস, খেলনা বিক্রি করে ভালো মুনাফা অর্জন করা যেতে পারে। বিশেষ সুবিধা হল, এই দ্রব্যগুলোর দাম বাজারের অন্য সাধারণ দ্রব্যের তুলনায় বেশি। ফলে লাভও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।অনলাইন নার্সারি প্ল্যান্ট ব্যবসার আইডিয়া:যদি কোনও ব্যক্তি 20 হাজার টাকার মধ্য়ে ব্যবসা করার কথা ভাবেন, তাহলে অনলাইন নার্সারি প্ল্যান্ট একটি দুর্দান্ত অপশন। বাগান এবং ইনডোর প্ল্যান্টের প্রতি অনেকেরই আগ্রহ থাকে। বিশেষ বিষয় হল, এই জিনিসগুলোর চাহিদা ক্রমশই ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে অনলাইন উদ্ভিদ নার্সারি খুলে ব্যবসা করা যেতে পারে। এর জন্য গাছের প্রতি ভালোবাসা থাকা জরুরি। নানা জনপ্রিয় গাছপালা নিজের নার্সারিতে রাখতে হবে। পাশাপাশি বিরল প্রজাতির গাছপালাও নার্সারিতে রাখা জরুরি। খুব কম খরচে এই ব্যবসা শুরু করা যেতে পারে, মোটের উপর 50 শতাংশ লাভ ধরে এই ব্যবসা শুরু করতে পারেন। এরজন্য পাইকারি বাজার থেকে চারা কিনে নার্সারিতে রাখতে পারেন।অর্গানিক ফার্মিং:আজকাল সাধারণ মানুষও স্বাস্থ্য নিয়ে খুবই সিরিয়াস। এমন পরিস্থিতিতে বাজারে অর্গানিক জিনিসের চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জৈব চাষ আপনার জন্য আয়ের একটি ভাল উৎস হয়ে উঠতে পারে। এর জন্য, জানতে হবে নিজের এলাকায় কোন কোন জিনিসের সব থেকে বেশি চাহিদা রয়েছে। যে জিনিসগুলোর বেশি চাহিদা রয়েছে, সেগুলোই জৈব পদ্ধতিতে চাষ করতে হবে। এর পাশাপাশি স্থানীয় গ্রাহকদের কাছে সেই উৎপাদিত পণ্য পৌঁছেও দিতে হবে।


from Bengali News, বাংলা খবর, Latest Bengali News, News in Bangla, Breaking Bangla Khobor - Ei Samay Bangla https://ift.tt/0nwyI9k
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads