কেমন থাকবে অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচের ওয়েদার? দেখে নিন https://ift.tt/zXgqohY - MAS News bengali

কেমন থাকবে অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচের ওয়েদার? দেখে নিন https://ift.tt/zXgqohY

চলতি আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্য়াচ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টের শুরুতেই দুটো ম্যাচ হেরে গিয়েছিল। কিন্তু, তারপর এই দলটাই জয়ের হ্যাটট্রিক করেছে। অন্যদিকে নিউ জিল্যান্ড প্রথম চারটে ম্য়াচেই জয়লাভ করেছিল। তারপর গত ম্যাচে ধর্মশালায় ভারতের বিরুদ্ধে তাদের হারতে হয়েছে। কিন্তু, এই দলটা শেষপর্যন্ত লড়াই করে। শনিবার সকালবেলা আয়োজিত এই ম্যাচে ধর্মশালার উইকেট কেমন হতে চলেছে, আসুন সেদিকেই একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।ধর্মশালার পিচ রিপোর্টএই বিশ্বকাপে ধর্মশালার আউটফিল্ড নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু, উইকেট নিয়ে এখনও পর্যন্ত কোনও সমালোচনা করা হয়নি। অর্থাৎ ধর্মশালায় যে অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচ স্পোর্টিং উইকেটে খেলা হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যদি কোনও ব্যাটার দেখেশুনে খেলতে পারেন, তাহলে অনায়াসেই শতরান করতে পারবেন। পাশাপাশি বোলাররা যদি সঠিক লাইন ধরে রাখতে পারে, তাহলে অনায়াসে উইকেটও শিকার করতে পারবে। তবে অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।ধর্মশালার ওয়েদার আপডেটএই স্টেডিয়ামটি একেবারের পাহাড়ের উপর অবস্থিত হওয়ার কারণে ধর্মশালায় যথেষ্ট ঠাণ্ডা পড়ে। অস্ট্রেলিয়া বনাম নিউ জিল্যান্ড ম্যাচ চলাকালীনও যে যথেষ্ট ঠাণ্ডা পড়বে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। দিনেরবেলা সর্বাধিক তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অন্যদিকে, সন্ধ্যা নামলে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে দুই দলের ফ্যানেরাই এই ম্যাচটা ভরপুর উপভোগ করতে পারবেন। কিন্তু, ভারতের বিরুদ্ধে গত ম্যাচ চলার সময় কুয়াশায় গোটা মাঠ ঢেকে গিয়েছিল। সেইসময় বেশ কিছুক্ষণ এই ম্যাচ বন্ধ রাখতে হয়। এই ম্যাচেও তেমন পরিস্থিতি তৈরি হলে, কিছু করার থাকবে না।এক নজরে দুই দলঅস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, মার্কাস স্টোয়েনিস, অ্যালেক্স ক্যারে, শিন অ্যাবট, ট্রাভিস হেড।নিউ জিল্যান্ড : ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোধি, জেমস নিশাম।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/35cfwan
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads