লক্ষ্মীপুজোতে শীতের আগমনী সুর? হাওয়া অফিসের আপডেটে মন ভালো https://ift.tt/BfQ3W7C - MAS News bengali

লক্ষ্মীপুজোতে শীতের আগমনী সুর? হাওয়া অফিসের আপডেটে মন ভালো https://ift.tt/BfQ3W7C

শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশ-বিদেশের অসংখ্য অতিথিদের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে শহরের পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ রেড রোডে ভিড় জমাবেন। দুর্গাপুজোর কার্নিভ্যাল নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় কি ভেস্তে যাবে রাজ্যবাসীর কার্নিভ্যাল দেখার প্ল্যান? শুক্রের কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? শীতই বা পড়বে কবে? সব প্রশ্নের উত্তর দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারের আবহাওয়া কী জানাল আলিপুর?আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন মোটের উপর পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শনিবার লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার ভোগান্তির সম্ভাবনা নেই। কারণ লক্ষ্মীপুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গের আবহাওয়ানবমী-দশমীর দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও পুজোর মধ্যে বাঙালিকে হয়রান হতে হয়নি। নবমী-দশমীতে নামমাত্র বৃষ্টিতে ভিজেছিল বাংলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিছু জেলায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ থাকবে।উত্তরবঙ্গের হাওয়ার হালচালউত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। কেমন থাকবে?আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১,৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মোটের শুক্রের কলকাতা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।কবে আসছে শীত?আপাতত শীতের আগমন নিয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি হওয়া অফিস। আলিপুর সূত্রে খবর, আগামী তিন চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি করে কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে উত্তুরে হওয়ার প্রভাবে হালকা শীত অনুভূত হতে পারে। শুক্রবার থেকে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার কারণে শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। মোটের উপর উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগের পূর্বভাসে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। কোথাও কোথাও তাপমাত্র ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে জানিয়েছিল হাওয়া অফিস। মোটের উপর এই মনোরম পরিবেশ যে শীতের আগমনবার্তা, তা আর বলার অপেক্ষা রাখে না।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/QPdBTbL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads