বাবরের পাশে বসার খেসারত! সঙ্গদোষেই বিশ্বকাপ বিদায়ের পথে বাটলাররা? https://ift.tt/mhRwKIC - MAS News bengali

বাবরের পাশে বসার খেসারত! সঙ্গদোষেই বিশ্বকাপ বিদায়ের পথে বাটলাররা? https://ift.tt/mhRwKIC

চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে ইংল্যান্ড এই টুর্নামেন্টের যে অন্যতম ফেভারিট দল ছিল, তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না। বহু ক্রিকেট বিশেষজ্ঞই চোখ বন্ধ করে ব্রিটিশ ক্রিকেট দলকে এই টুর্নামেন্টে শেষ চারে দেখতে পেয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট যত সামনের দিকে এগিয়েছে, লড়াই যত কঠিন হয়েছে, ক্রমশ সামনের সারি থেকে একেবারে পিছনের সারিতে চলে গিয়েছে। আপাতত অবস্থা এতটাই খারাপ যে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ক্রিকেট দল বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু, কোন কারণে ইংল্যান্ডের এই অধঃপতন হল? আলোচনা-সমালোচনায় বিভিন্ন থিওরিই উঠে আসছে। পাশাপাশি উঠে আসছে মজার কিছু মিমও। তেমনই একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট দল ৮ উইকেটে হেরে গিয়েছে। আর সেইসঙ্গে এবারের বিশ্বকাপে তাদের সামনে সেমিফাইনালে যাওয়ার দরজাটাও কার্যত বন্ধ হয়ে গিয়েছে। । কিন্তু, তাদের সংগ্রহে রয়েছে মাত্র ২ পয়েন্ট। ফলে বাকি চারটে ম্যাচ শুধুমাত্র জিতলেই হবে না, অন্য দলগুলোর জয়-পরাজয়ের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে।এই পরিস্থিতিতে একটি মিম সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই ঘুরতে শুরু করেছে। ছবিটার একদিকে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলারের হতবিধ্বস্ত চেহারা এবং অন্যদিকে রয়েছে বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেন্স মিটে বাবর আজমের পাশে তাঁর বসে থাকা। এই দুটো ছবি কোলাজ করার পাশাপাশি লেখা হচ্ছে, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের পাশে বসার কারণেই নাকি আজ এই হাল হয়েছে ব্রিটিশ ক্রিকেটারদের। যদিও এই ধরনের কথাবার্তা নেহাতই মজার ছলে বলা হচ্ছে, আসলে কোনও গুরুত্বই নেই।দেখে নিন, সেই ভাইরাল মিম :অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলের অবস্থাও তথৈবচ। তারাও অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই। শ্রীলঙ্কার জয়ের পর বাবর আজমরা ষষ্ঠ স্থানে নেমে এসেছে। এই পরিস্থিতিতে শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। প্রসঙ্গত, পয়েন্ট টেবিলে প্রোটিয়ারা আপাতত সেকেন্ড বয় হয়ে বসে রয়েছে। আর পাকিস্তানের পারফরম্যান্সের যা হাল, তাতে তারা হারাতে পারবে এমন চিন্তাও কারোর মাথায় আসছে না। এই ম্যাচটা পাকিস্তান হেরে গেলে, তারাও করাচির টিকিট কার্যত কনফার্ম করে ফেলবে। শেষকালে একটাই বিষয় বলা যেতে পারে যে মিমের সাহায্যে বিষয়টা মজা করে বলা হলেও, ইংল্যান্ড এবং পাকিস্তান দুটো দলই কিন্তু চলতি বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/taRqUxj
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads