'তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছি...', আমেরিকাকে সতর্কবার্তা মাস্কের https://ift.tt/gAMWk86 - MAS News bengali

'তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছি...', আমেরিকাকে সতর্কবার্তা মাস্কের https://ift.tt/gAMWk86

ইজরায়েল-হামাস যুদ্ধের কারণে ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্রবেশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধু তাই নয়, বড়সড় হুমকির মুখে পড়েছে মানব সভ্যতাও। সংঘাতের আবহে বিস্ফোরক মন্তব্য টেসলা সিইও ও এক্স হ্য়ান্ডেলের কর্নধার এলন মাস্কের। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও মুখ খুলেছেন তিনি। এব্যাপারে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ও মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আমেরিকার রাজনৈতিক নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি আলোচনা চক্রে যোগ দেন এলন মাস্ক। সেখানে তিনি বলেন, 'তৃতীয় বিশ্বযুদ্ধের রাস্তা পরিষ্কার হচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঘুমাচ্ছে। আর এর জেরে ভয়ংকর বিপদের মুখে পড়তে চলেছে মানব সভ্যতা। বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হলে বড় বিপদ ঘাড়ে এসে পড়বে। যার ধ্বংসাত্মক দিকটি কল্পনা করলে শিউরে উঠতে হয়।' উল্লেখ্য়, ওই অনুষ্ঠানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড় থাকা ট্রাম্পপন্থী বিবেক রামস্বামীও। আলোচনা সভায় মার্কিন বিদেশনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এলন মাস্ক। চলে আসে। আঞ্চলিক সংঘাত যাতে বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর দিতে পরামর্শ দেন টেসলা ও এক্স হ্যান্ডেলের কর্নধার। পাশাপাশি সাম্প্রতিক অতীতে রাশিয়া ও চিনের মধ্যে সম্পর্ক মজবুত হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মাস্কের কথায়, রাশিয়ার হাতে বিপুল পরিমাণে কাঁচামাল ও খনিজ সম্পদ রয়েছে। এহেন পরিস্থিতিতে বেজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্ক দৃঢ় হলে চিনে শিল্পায়নের জোয়ার আসতে পারে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বড় বিপদ বলে উল্লেখ করেছেন মাস্ক। 'আমেরিকাকে এমন কিছু করতে হবে, যাতে রাশিয়া ইরান বা চিনে কাছাকাছি যেতে না পারে। ইউক্রেন যুদ্ধে একটা সমাধান সূত্র ওয়াশিংটনকেই খুঁজে বের করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত ফের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা।' আলোচনাচক্রে বলেছেন মাস্ক। অন্যদিকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি পরিকল্পনার কথা বলেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে থাকা বিবেক রামস্বামী। তিনি বলেন, ইউক্রেনের কিছু জমি রাশিয়াকে ছেড়ে দেওয়া উচিত। বিনিময়ে চিনের সঙ্গে সম্পর্ক স্থাপন বন্ধ রাখুক রাশিয়া।রামস্বামীর এই সমাধান সূত্রকে সমর্থন জানিয়েছেন এলন মাস্ক। ইউক্রেনে একটি স্থায়ী নিয়ন্ত্রণ রেখা তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি।তবে ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে কোনও সমাধান সূত্রের খবর বলেননি মাস্ক বা রামস্বামী। এই যুদ্ধ গোটা মধ্য় প্রাচ্যে ছড়াতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/LMYqBhU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads