পাকিস্তান হারতেই বড় ক্ষতির মুখে টিম ইন্ডিয়া, ব্যাপক রদ-বদল পয়েন্ট টেবিলে https://ift.tt/VRx2Psu - MAS News bengali

পাকিস্তান হারতেই বড় ক্ষতির মুখে টিম ইন্ডিয়া, ব্যাপক রদ-বদল পয়েন্ট টেবিলে https://ift.tt/VRx2Psu

এবারের ক্রিকেট বিশ্বকাপের ২৬তম ম্যাচে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে আয়োজিত দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে তেম্বা বাভুমার দল ১ উইকেটে জয়লাভ করেছে। আর সেইসঙ্গে এই মেগা ইভেন্টের পয়েন্ট টেবিলে ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে উঠে এসেছে। ইতিপূর্বে এই তালিকায় শীর্ষস্থানে ছিল টিম ইন্ডিয়া। এবার তাদের দ্বিতীয় স্থানে নেমে আসতে হল। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ৬ ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে জয়লাভ করেছে। পাশাপাশি তাদের রান রেটও (+২.০৩২) যথেষ্ট ভালো জায়গায় রয়েছে।ভারত দ্বিতীয় এবং পাকিস্তান ষষ্ঠ স্থানে এখনও পর্যন্ত এই বিশ্বকাপ টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলছে। আর এই পাঁচটা ম্যাচেই তারা জয়লাভ করেছে। পাশাপাশি ভারতের নেট রান রেটও +১.৩৫৩ হয়ে রয়েছে। আগামী রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর টিম ইন্ডিয়া যদি ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে, তাহলে রোহিত শর্মার দল আবারও এক নম্বর জায়গাটা ফিরে পাবে। এই পয়েন্ট টেবিলে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুটো দলই এখনও পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে। এরমধ্যে কিউয়িরা ৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেলেও ৪ পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদিও তাদের সামনে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার পাকিস্তানের এই পরাজয়ের পিছনে আম্পায়ারের নিরপেক্ষতা নিয়েও একাধিক প্রশ্ন তোলা হচ্ছে। অনেকেই বলছেন যে দক্ষিণ আফ্রিকা ইনিংসের শেষ ওভারে অন ফিল্ড আম্পায়ার একটি LBW সিদ্ধান্ত দেননি। যদিও এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। আর সেকারণেই পাকিস্তান এই ম্যাচে হেরে যায়। শ্রীলঙ্কা রয়েছে পঞ্চম স্থানে, ইংল্যান্ড ৯ নম্বরেপয়েন্ট টেবিলে অন্য দলগুলোর পরিস্থিতি যদি খতিয়ে দেখা যায় তাহলে শ্রীলঙ্কা এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে। তারা পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচেই জয়লাভ করতে পেরেছে। তাদের ঝুলিতে ৪ পয়েন্ট রয়েছে। অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট দল ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে এবং ২ পয়েন্ট নিয়ে আট নম্বরে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া গতবারের বিশ্বকাপজয়ী দল ইংল্যান্ড ৫ ম্যাচের মধ্যে মাত্র একটাতেই জিততে পেরেছে। আর সেকারণেই তারা পয়েন্ট টেবিলে ৯ নম্বরে এবং নেদারল্যান্ডস ২ পয়েন্ট সংগ্রহ করে এই তালিকায় একেবারে শেষে দাঁড়িয়ে রয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/HjcIOG4
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads