পুজোয় ডেস্টিনেশন পুরী? হোটেল বুকিংয়ের খরচ কত? রইল পান্থনিবাসের হদিশ https://ift.tt/Xzg1ecW - MAS News bengali

পুজোয় ডেস্টিনেশন পুরী? হোটেল বুকিংয়ের খরচ কত? রইল পান্থনিবাসের হদিশ https://ift.tt/Xzg1ecW

এমনিতে বাঙালির সারা বছরই পায়ের তলায় সরষে। তবে দুর্গাপুজো এলে বেড়ানোর আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। আর পুজোর ছুটি মানেই বাঙালির প্রিয় ডেস্টিনেশনের তালিকায় অবশ্যই থাকবে জগন্নাথধাম পুরী। তবে হোটেল বুকিংয়ের আগে জেনে নিন খুঁটিনাটি। উৎসবের মরশুমে পুরী বেড়াতে যাচ্ছেন? কোন হোটেল বুকিং করবেন ঠাওর করতে পারছেন না? কুছ পরোয়া নহি। লাক্সারি ক্যাম্প থেকে ওয়ো রুম, সবকিছুরই সুলুক সন্ধান রয়েছে ওডিশা ট্যুরিজমের সরকারি ওয়েবসাইটে।
  • নেচার ক্যাম্প- রাত পিছু ৪ হাজার ৯৫২ টাকা খরচে থাকা যাবে পুরীর নুয়ানাই নেচার ক্যাম্পে। সাতকোশিয়া নেচার ক্যাম্পের রাত পিছু ভাড়া ২ হাজার ৪৭৬ টাকা। চিল্কা নেচার ক্যাম্পের খরত রাত পিছু ৬ হাজার ১৯০ টাকা।
  • এ ছাড়াও বুকিং করা যাবে পুরীর পান্থ নিবাস। সরকারি ওয়েবসাইট থেকেই এই পান্থ নিবাস বুকিং করতে পারবেন পর্যটকরা।

পুজোর সময় কত ভাড়া পান্থনিবাস ?

জানা যাচ্ছে, ১ অক্টোবর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত পান্থনিবাস সুইটের ভাড়া ৪ হাজার ১০০ টাকা। এ ছাড়াও এসি ডিলাক্স রুমের রাত পিছু ভাড়া ৩ হাজার ১০০ টাকা। এসি রুমের ভাড়া ২ হাজার ৩০০ টাকা। নন এসি রুমের ভাড়া ১ হাজার ৩০০ টাকা। এসি রুমে মিলবে কমপ্লিমেন্টারি বেড টি এবং ব্রেকফাস্ট। আলাদা করে খাট নিলে পড়বে ৪৫০ টাকা। প্রতি ক্ষেত্রেই GST চার্জ লাগবে অতিরিক্ত। ওয়েবসাইটে দেওয়া রুম থেকেই অনলাইনে এই সরকারি পান্থ নিবাস বুক করতে পারবেন পর্যটকরা। এদিকে, । এবার পুরী যাওয়া আরও সহজ। খুব শীঘ্রই ওডিশা সরকার পুরীতে শ্রী জগন্নাথ আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করতে চলেছে।অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমানবন্দরের জন্য জমির ছাড়পত্র দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। বিমানবন্দর তৈরির অনুমতি চেয়ে এক বছর আগে সরকার সব প্রয়োজনীয় নথিপত্র জমা করেছিল। গ্রীনফিল্ড এয়ারপোর্টস (GFA) নীতি, ২০০৮ অনুযায়ী বিমানবন্দর তৈরির ছাড়পত্র চাওয়া হয় মন্ত্রকের থেকে। সেই অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। সময়মতো সবকিছু শেষ হলে আগামী বছরের শুরুতে এই বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হতে পারে বলে সূত্রের খবর।
  • বিমানবন্দর চালু হলে এবার থেকে কলকাতা থেকে বিমানে ঘণ্টাখানেকের মধ্যেই পুরী পৌঁছনো যাবে বলেও অনুমান করা হচ্ছে।
পুরী জগন্নাথধাম নিয়ে আরও খবর জানতে ।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/sCf72uJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads