দ্বিতীয়া থেকেই যানজট হয়রানি? ট্রাফিক নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পুলিশের https://ift.tt/J68Ybt9 - MAS News bengali

দ্বিতীয়া থেকেই যানজট হয়রানি? ট্রাফিক নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পুলিশের https://ift.tt/J68Ybt9

আজ দ্বিতীয়া। পুজোর সাজে সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। অধিকাংশ বারোয়ারি পুজোর মণ্ডপগুলিতে চলে এসেছে দুর্গা প্রতিমা। ঝলমলে আলোয় মায়বী পরিবেশ। মহালয়া থেকে রাস্তায় ভিড় বাড়তে শুরু করেছে, ক্যাফে-রেঁস্তরাগুলির বাইরেও চোখে পড়েছে লাইন। পুজোর মজা চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত বাঙালি। এই অবস্থায় সপ্তাহের প্রথম কাজের দিন কেমন থাকবে শহরের ট্রাফিক? দ্বিতীয়ায় ট্রাফিক নিয়ে কী আপডেট কলকাতা পুলিশের? এক নজরে দেখে নেওয়া যাক।দ্বিতীয়া মিছিল-মিটিংহীনকলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোলরুম জানিয়েছে, এই মুহূর্তে শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সোমবারের কলকাতায় বড় ধরনের কোনও মিছিল-মিটিং নেই বলেই জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। লালবাজার কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে সোমবার বিকেলে পার্কসার্কাস এলাকায় একটি ছোটো মিছিল রয়েছে। কিন্তু তাতে খুব বেশি জমায়েত হওয়ার সম্ভাবনা নেই।রবিবার থেকেই শুরু যানজটমহালয়ার দিন থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে ভিড় জমিয়েছিল দর্শনার্থীরা। মহালয়ার রাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ধরা পড়েছিল থিকথিকে ভিড়ের ছবি। রবিবার ছুটির দিনে তাঁর অন্যথা হয়নি। শ্রীভূমির দিকে যাওয়ার দর্শনার্থীদের জন্য রবিবার রাতে ইএম বাইপাস ও ভিআইপি রোডে তীব্র যানজট তৈরি হয়। যানজটে আটকে পড়ে অসংখ্যা গাড়ি। হয়রানির মুখে পড়েন বিমানবন্দরগামী যাত্রীরা। বিমানবন্দরগামী গাড়িগুলিকে কলকাতা পুলিশ চিংড়িঘাটা উড়ালপুর ব্যবহার করে নিউটাউন হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। পুজোর দিনগুলিতে বাইবাস ও ভিআইপি রোডে তীব্র যানজটের আশঙ্কা করছে পুলিশ। সেই কারণে পুলিশের তরফে পর্যাপ্ত বন্দোবস্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ভিড় নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থাপ্রত্যেকবার কলকাতা ট্রাফিক পুলিশের উপর ভিড় নিয়ন্ত্রণের বাড়তি চাপ থেকে। কারণ উৎসবের দিনে শহর ও শহরতলি এমনকী দূরদুরান্ত থেকে প্রচুর মানুষ ঠাকুর দেখার জন্য আসে। কলকাতার যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের তরফে এবারও বেশ কিছু বন্দোবস্ত করা হয়েছে। পুজোর দিনগুলিতে একাধিক রাস্তায় বিকেলের পর থেকে অটো চলাচলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। বেশ কিছু রাস্তায় বাস ও বড় গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। সাধারণ মানুষকে পুলিশের পরামর্শপুজোর দিনগুলিতে রাস্তায় চলাফেরার সময় সাধারণ মানুষ ও গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তা পারাপার ও গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে বাইকচালকদের বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে বলা হয়েছে।বাচাই করা খবর এই সময় ডিজিটাল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করতে ...


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/ZNEctpM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads